২০২৩ সালে দ্বিতীয়বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। বিয়ে করেন বলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকে। গত বছর ডিসেম্বর মাসে নিকাহ পড়েন তাঁরা। কিন্তু তাঁদের এই বিয়েটা হোক চাননি অভিনেতা, তথা প্রযোজকের বাড়ির লোকজন! সম্প্রতি এমনটাই শোনা যাচ্ছে। এবার সেই প্রসঙ্গে কী জানালেন তিনি?
আরবাজ সুরার বিয়ে নিয়ে সমস্যা?
আরবাজ খান প্রথমে বিয়ে করেছিলেন মালাইকা আরোরাকে। তাঁদের বিয়ের ১৯ বছর পর তাঁরা সিদ্ধান্ত নেন দাম্পত্য জীবনে ইতি টানার। ২০১৭ সালে ডিভোর্স হওয়ার পর জর্জিয়ার প্রেমে পড়েন আরবাজ। ২০১৮ সাল থেকে টানা পাঁচ বছর চুটিয়ে প্রেম করেন তাঁরা। কিন্তু সেই সম্পর্কও পরিণতি পায়নি। এরপর ২০২৩ সালে আচমকাই সুরাকে বিয়ে করে সকলকে চমকে দেন আরবাজ। কিন্তু তাঁদের বিয়ের পর থেকে নানা কথা শোনা যাচ্ছে।
আরও পড়ুন: 'আমার মতো বেহেড মাতালকে ও...' মদের নেশার জন্য ভেঙেছে প্রথম বিয়ে, জাভেদকে কী করে সামলেছিলেন শাবানা?
আসলে সুরা খান আরবাজ খানের তুলনায় বেশ অনেকটাই ছোট। সুরার বয়স মাত্র ২২, আর আরবাজ ৫৬। ফলে তাঁদের এই সম্পর্ক নিয়ে জলঘোলা হবে সেটা তো স্বাভাবিক। কিন্তু সম্প্রতি জুমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সূত্রের তরফে জানানো হয়েছে খান পরিবার নাকি তাঁদের এই বিয়ে নিয়ে খুশি নয়।
আলভিরা এবং অর্পিতা অর্থাৎ আরবাজ খানের দুই বোনের নাকি সুরাকে একেবারেই পছন্দ নয়। এমনকি খোদ সলমন খান নাকি ভাইকে এই পদক্ষেপ নেওয়ার আগে সচেতন করেছিলেন। এই প্রসঙ্গে বিগ বসেও কথা বলেছিলেন ভাইজান। ভারতী সিংয়ের এক প্রশ্নে জানিয়েছিলেন আরবাজ তাঁর কথা একদমই শোনেন না। যদি শুনতেন তাহলে... যদিও এই বাক্য তিনি শেষ করেননি। কিন্তু সহজেই অনুমেয় কী বলতে চেয়েছিলেন তিনি। যদিও আরবাজ সেসব কিছুই কানে তোলেননি। তিনি যা সিদ্ধান্ত নিয়েছিলেন তাই করেন। বরং অর্পিতার বাড়িতেই বসেছিল তাঁদের বিয়ের আসর। এবার এই গুজব নিয়ে মুখ খুললেন প্রযোজক।
গুজব নিয়ে কী জানালেন আরবাজ?
আরবাজ খানের বাড়ির লোক পছন্দ করেন না সুরা খানকে। এই গুজব রটতেই তিনি খুললেন। জানান, 'যিনি এসব বলেছেন তাঁর সঙ্গে আমাদের পরিবারের কোনও যোগ নেই। সুরাকে নিয়ে আমার পরিবারের কারও কোনও আপত্তি ছিল না। বরং সবাই সম্মতি জানিয়েছিল। যিনি খবরটা রটিয়েছেন তিনি ঠিক করেননি।'