ছোট পর্দার খুবই পরিচিত মুখ তিনি। একাধিক ধারাবাহিকে তাঁকে দিদিমা, ঠাকুমার চরিত্রে দেখা যায়। বয়স ৮৬ হলে কী হবে, এখনও বেশ চুটিয়ে কাজ করছেন বাসন্তী চট্টোপাধ্যায়। কিন্তু বাদ সাধল অসুস্থতা। গুরুতর অসুস্থ হয়ে গীতা এলএলবি ধারাবাহিকের স্বস্তিক এবং সাত্ত্বিকের ঠাকুমা ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এখনও সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এখন কী অবস্থা তাঁর? কেই বা তাঁর খরচ চালাচ্ছে?
কেমন আছেন বাসন্তী চট্টোপাধ্যায়?
আইসিইউতে রাখতে হয়েছে বাসন্তী চট্টোপাধ্যায়কে। বেশ গুরুতর অবস্থা তাঁর। এখনও হাসপাতালে শয্যাশায়ী তিনি। মাঝে কোমায় চলে গিয়েছিলেন। কিন্তু এখন তার তুলনায় ঠিক আছেন। জানা গিয়েছে বর্তমানে এই বর্ষীয়ান অভিনেত্রীর একটি কিডনি খারাপ হয়ে গিয়েছে। কিন্তু এমন অবস্থাতেও পাশে নেই তাঁর পরিবার। বরং এই কঠিন সময়ে অভিনেত্রীর সহায় হয়ে উঠেছেন তাঁর চালক।
আরও পড়ুন: 'এবার আমরা...' ঐন্দ্রিলার মৃত্যুর পর আবারও ফেসবুকে ফিরছেন সব্যসাচী! কী ঘোষণা করলেন বন্ধু সায়ক?
আরও পড়ুন: 'আমার মতো বেহেড মাতালকে ও...' মদের নেশার জন্য ভেঙেছে প্রথম বিয়ে, জাভেদকে কী করে সামলেছিলেন শাবানা?
বাসন্তী চট্টোপাধ্যায়ের এক মেয়ে এবং এক ছেলে আছেন। কিন্তু তাঁরা কেউ অভিনেত্রীর খোঁজ রাখছেন না
বরং বাসন্তী দেবীকে তাঁর জমানো পুঁজি খরচ করতে হচ্ছে এই সময়। ভাঙতে হয়েছে ফিক্সড ডিপোজিট। ধার করতে হয়েছে লোকের কাছে। এমনটাই সিরিয়ালের সেটের তরফে জানানো হয়েছে। এবার সেই একই কথা বললেন অভিনেত্রীর গাড়ির চালক।
সম্প্রতি টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাসন্তী চট্টোপাধ্যায়ের চালক মলয় চাকি জানিয়েছেন সরস্বতী পুজোর আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে যে ২ লাখ টাকা বিল হয়েছিল সেটা মলয় বাবুই ধার করে মেটান। পরে অভিনেত্রী সেই টাকা তাঁকে ফেরত দেন।
আরও পড়ুন: সোহম-পরীমনির ছবিতে এবার তৃতীয় মুখ মধুমিতা, তবে কি থ্রিলারেও থাকবে ত্রিকোণ প্রেমের ছোঁয়া?
এদিন মলয় চাকি আরও জানান যে বাসন্তী দেবীর শরীর মাঝে মধ্যেই ফুলে যায়। শরীরে জল জমে যায় কিডনির জন্য। একটা কিডনি একদম খারাপ হয়ে গিয়েছে বলেই তিনি জানিয়েছেন। এছাড়া অন্যান্য রোগ তো আছেই। তিনি এদিন অভিযোগের সুরে জানিয়েছেন বাসন্তী চট্টোপাধ্যায়ের জামাই এবং ছেলে বউ এক একদিন করে এসেছিলেন। ব্যাস ওই পর্যন্তই। হাসপাতালের বিল, বা অন্য দায়িত্ব তাঁরা কেউই কিছু নেননি।