দীর্ঘ ৪ দশকের বেশি সময় ধরে তাঁরা দাম্পত্য জীবন কাটাচ্ছেন এক ছাদের তলায়। সমস্ত ওঠাপড়ায় পাশে ছিলেন একে অন্যের। তাঁদের প্রেম কাহিনিও কারও অজানা নয়। কিন্তু জাভেদ আখতার এবং শাবানা আজমির এই দাম্পত্য জীবনের গোটা পথ যে খুব মসৃন ছিল সেটা নয়। বরং একাধিক সমস্যা, প্রতিকূলতা এসেছে। সেগুলো একত্রে অতিক্রম করেছেন তাঁরা। এবার একটি সাক্ষাৎকারে জাভেদ আখতার জানালেন তিনি যখন মদের নেশায় ডুবে যাচ্ছিলেন তখন তাঁকে সেখান থেকে শাবানা কী করে উদ্ধার করেন।
শাবানার প্রসঙ্গে কী জানালেন জাভেদ আখতার?
সম্প্রতি মোজো স্টোরির মুখোমুখি হয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই তিনি জানান তাঁর প্রথম বিয়ে টেকেনি তাঁর অতিরিক্ত মদ খাওয়া জন্য। হানি ইরানির সঙ্গে মদের নেশার কারণে সম্পর্কে ইতি টানতে হয়। এমনকি শাবানাকে বিয়ে করার পরও তাঁর এই অভ্যেস মোটেই চলে যায়নি। বরং বিয়ের পর প্রায় প্রথম দশ বছর এটার সঙ্গে রীতিমত যুঁঝতে হয়েছে শাবানাকে। মানিয়ে নিতে হয়েছে। সামলাতে হয়েছে জাভেদকে।
আরও পড়ুন: 'অত কাছে গিয়েও...' অরিজিতের দেখা পেতে ছুটে যান মুর্শিদাবাদ, তবুও 'ভগবান' কেন দেখা দেননি শুভদীপকে?
বর্ষীয়ান গীতিকার জনানেক্ত মানুষ যে এরম উত্তাল মদ খেত তাকে একপ্রকার সামলে রেখেছিল শাবানা। পরে তাঁর আত্মোপলব্ধি হয় যখন তখন তিনি মদ খাওয়া ছাড়েন। তিনি নিজেই বুঝেছিলেন যে তখন তিনি যে হারে মদ খেতেন সেটা চলতে থাকলে ৫০ বছরের বেশি তিনি বাঁচবেন না।
আরও পড়ুন: সোহম - পরীমনির ছবিতে এবার তৃতীয় মুখ মধুমিতা, তবে কি থ্রিলারেও থাকবে ত্রিকোণ প্রেমের ছোঁয়া?
জাভেদের ঝগড়া হয় শাবানার সঙ্গে?
এদিন সাক্ষাৎকারে যখন জাভেদ আখতারকে জিজ্ঞেস করা হয় তাঁদের মধ্যে ঝগড়া ঝামেলা হয় কিনা, উত্তরে তিনি জানান শাবানা অত্যন্ত কঠিন মানুষ। ও কোনও মোমের পুতুল না। ফলে ঝগড়া ঝামেলা তো হবেই। জাভেদ আখতারের মতে, 'বিয়ের পর যে জুটির মধ্যে ঝগড়া হয় না সেটা স্বাভাবিক নয়। দুজন মানুষের মতের অমিল হবেই। ভাবনা আলাদা হবেই।