চারদিকে এখন কেবল একটা জিনিস নিয়েই চর্চা চলছে আর সেটা হল চন্দ্রযান ৩। ইসরোর সাফল্যে গোটা দেশ খুশিতে ডগমগ। ২৩ অগস্ট সন্ধ্যা ৬টা ৪ মিনিটে সফল ভাবে বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি ছুঁয়েছে। আর তারপর থেকেই গোটা সোশ্যাল মিডিয়া মিমের বন্যায় ভাসছে। একের পর এক মজাদার মিম প্রকাশ্যে এসেছে চন্দ্রযান ৩ -কে নিয়ে।
চন্দ্রযান ৩ নিয়ে মিম:
রাশিয়ার লুনা ২৫ কিছুদিন আগেই চাঁদে পৌঁছতে ব্যর্থ হয়েছে। কিন্তু তার কদিনের মধ্যেই সকলকে তাক লাগিয়ে দিয়ে সফল ভাবে সবার আগে চাঁদের দক্ষিণ মেরুতে নামল ভারতের চন্দ্রযান ৩। আর স্বাভাবিক ভাবে সেটা নিয়েই শুরু হয়েছে হইচই। সকলেই ইসরোর এই সাফল্যে গর্বিত।
একটি মিমে দেখা যায় নওয়াজউদ্দিনের সেই ছবির দৃশ্য যেখানে তিনি বলছেন 'চাঁদ পে হ্যায় আপুন।' সেই দৃশ্যের ছবি পোস্ট করে লেখা হয় 'ভারত এখন সবাইকে যা বলে বেড়াচ্ছে।'
আরেক জায়গায় ‘চক দে ইন্ডিয়া’য় ভারতীয় টিম বিশ্বকাপ জয়ের পর শাহরুখ যে এক্সপ্রেশন দিয়েছিলেন সেটাকে তুলে ধরা হয়েছে।
আরেক জায়গায় দেখানো হয়েছে যে কেউ যদি সত্যি মন দিয়ে কোনও জিনিস চান তাহলে তিনি সেটা পান।
রাখির আগে আগেই চন্দ্রযান ৩ চাঁদে পৌঁছেছে বলে অনেকেই এটাকে রাখি বলে মনে করছেন যা পৃথিবী চাঁদকে পরাল। সম্প্রতি অভিনেত্রী কাজল আগরওয়াল এটা শেয়ার করেছেন।
তবে সব থেকে মজাদার মিম বানিয়েছেন নিশীথ স্পিকস বলে এক ব্যক্তি। সেখানে থ্রি ইডিয়টস ছবির সেই দৃশ্যটি তুলে ধরা হয়েছে যেখানে রাঞ্চো প্রথম হয়। এখানে দেখানো হয় ভারত চাঁদে পৌঁছে যাওয়ার পর ইংল্যান্ড এবং নাসা দুঃখি কিন্তু তার থেকেও বেশি দুঃখ পেয়েছে পাকিস্তান এবং চিন।
বিক্রম সারাভাইয়ের উপরেও একটা মিম দেখা যায় এদিন।
কেউ কেউ আবার চন্দ্রযান ৩ কীভাবে ল্যান্ড করেছে সেটা নিয়েও মজা করেছেন। প্রধানমন্ত্রী মোদী নাকি বিক্রমকে ধরে চাঁদের মাটিতে নামিয়ে দিয়েছেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যে রাকেশ রোশন নাকি চাঁদে গিয়েছিলেন। রাকেশ শর্মার বদলে রাকেশ রোশন বলায় শুরু হয়েছে মিমের ঝড়।
রাঘব চট্টোপাধ্যায়ের চাঁদ কেন আসে না আমার ঘরে গানটি নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মিম দেখা যাচ্ছে।