বিগ বস সিজন ১৩-র রানার্স আপ তথা এই রিয়ালিটি শোয়ের সর্বশেষ সিজনের অন্যতম চর্চিত প্রতিযোগী আসিম রিয়াজের জন্মদিন সোমবার। আর আসিমের বার্থ ডে'র দিন সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। তবে সবচেয়ে স্পেশ্যাল মেসেজ এল আসিমের লেডি লাভ হিমাংশী খুরানার তরফে। সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডের জন্য একটি প্রেমে ভরপুর বার্তা লিখলেন পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা তথা বিগ বস ১৩-র প্রতিযোগী হিমাংশী। তিনি লেখেন, আমার মনের ইচ্ছা জীবন তোমাকে সবসময় হাসিখুশি থাকবার কারণ দিক…শুভ জন্মদিন আসিম'।
এদিন ২৭ বছরে পা দিলেন এই মডেল। টুইটারে নিজের জন্মদিনে ফ্যানেদের জন্য এক জোড়া নতুন ছবি পোস্ট করেন তারকা। যেখানে এই হ্যান্ডসম হাঙ্কের দেখা মিলল হলুদ শার্টে।
বিগ বস সিজন ১৩-র অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু ছিল আসিম-হিমাংশীর রোম্যান্স। প্রথম দর্শনেই হিমাংশীর প্রেমে পড়ে গিয়েছিলেন আসিম। যদিও সেই সময় অন্য একজনের বাগদত্তা ছিলেন এই পঞ্জাবি গায়িকা। সেই কথা অজানা ছিল না আসিমেরও। তবে মন মানে না। বিগ বসের ঘর থেকে এলিমিনেশনে পর হিমাংশীর মনেও আসিমের জন্য অনুূভূতি জেগে উঠে,এমনকি নিজের ৯ বছর দীর্ঘ সম্পর্কে ইতি টানেন হিমাংশী।
বিগ বসের ঘরে বিশেষ অতিথি হিসাবে রি-এন্ট্রি নিয়ে আসিমকে নিজের সিঙ্গল স্টেটাসের কথা জানান তিনি। ব্যাস আর কি! দেরি করেননি আসিম। জাতীয় টেলিভিশনে সকলের সামনে হাঁটু গেড়ে বসে একদম ফিল্মি কায়দায় হিমাংশীকে ‘আই লাভ ইউ’ বলে দেন আসিম। তারপর থেকেই বিনোদুনিয়ায় অন্যতম চর্চিত প্রেমিক যুগল তাঁরা।
একসঙ্গে কল্লা সোহনা হ্যায়, খ্যায়াল রাখ্খা কর-এর মতো মিউজিক ভিডিয়োতে একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে।