বাংলা নিউজ > বায়োস্কোপ > Ayushmann plays football with Sachin: আয়ুষ্মানের প্রতিপক্ষ সচিন! কোথায় এই দুই তারকাকে মুখোমুখি দেখা গেল

Ayushmann plays football with Sachin: আয়ুষ্মানের প্রতিপক্ষ সচিন! কোথায় এই দুই তারকাকে মুখোমুখি দেখা গেল

আয়ুষ্মানের প্রতিপক্ষ সচিন! কোথায়?

Ayushmann Khurrana plays football with Sachin Tendulkar: বিশ্ব শিশু দিবসের দিন আয়ুষ্মান খুরানা এবং সচিন তেন্ডুলকরকে ইউনিসেফের হয়ে ফুটবল খেলতে দেখা গেল। দেখুন।

সম্প্রতি আয়ুষ্মান খুরানা ইনস্টাগ্রামে সচিন তেন্ডুলকরের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁদের দুজনকে ফুটবল খেলতে দেখা গিয়েছে। বিশ্ব শিশু দিবসের দিন ইউনিসেফের হয়ে তাঁরা দুজন একটি প্রতীকী ম্যাচ খেলেছেন। ভারতের নতুন ট্যালেন্ট, খুদেদের সঙ্গে তাঁরা এই ম্যাচটি খেলেন। এই খেলায় সচিন এবং আয়ুষ্মান দু'জন দুটি টিমে ছিলেন। এক পাপারাজ্জির পোস্ট করা ভিডিয়ো থেকে দেখা যায়, তাঁরা তাঁদের নিজেদের দলের সঙ্গে একে অন্যের বিরুদ্ধে খেলছেন। দুই তারকার ভক্তরাই এই ভিডিয়োয় নানান কমেন্ট এবং রিঅ্যাক্ট করেছেন।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে সচিন এবং আয়ুষ্মান দুজনেই ইউনিসেফের কালো রঙের টিশার্ট পরে রয়েছেন, সঙ্গে কালো প্যান্ট। তাঁদের একসঙ্গেই অনুষ্ঠানে আসতে দেখা যায়। আয়ুষ্মান এবং সচিনের টিমের মধ্য বেশ জোরদার লড়াই চলে। আয়ুষ্মান নীল টিমের লিডার ছিলেন, আর সচিন হলুদ টিমকে নেতৃত্ব দিচ্ছিলেন। শেষ পর্যন্ত এই ম্যাচটি ড্র হয়ে যায়। ইউনিসেফের তরফে এই ম্যাচের ছবি এবং ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করা হয়। তাঁরা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, 'নাটকীয় শেষ ২-২'।

এক ব্যক্তি এই ভিডিয়োয় কমেন্ট করেন যে, 'সচিনের বয়স ৫০ ছুঁইছুঁই তাও কী দারুন ফিটনেস লেভেল! এখনও ফুটবল খেলছেন।' আরেক ব্যক্তি লেখেন, 'দারুন!' তবে এক ব্যক্তি জিজ্ঞেস করেন, ' আয়ুষ্মান আপনি এখানে কী করছেন?' বহু ভক্তকে এই পোস্টে হার্ট রিঅ্যাক্ট এবং কমেন্ট করতে দেখা যায়।

আয়ুষ্মান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে বিশ্ব শিশু দিবসের এই অনুষ্ঠানের ছবিগুলো শেয়ার করেছিলেন। নিশা শেঠির শেয়ার করা স্টোরিও আয়ুষ্মানকে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করতে দেখা যায়। এখানে দেখা যায় তিনি এবং সচিন একটি সোফায় বসে রয়েছেন। আয়ুষ্মান খুরানাকে ইউনিসেফের তরফে শিশুদের অধিকারের ক্যাম্পেনের জন্য সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নির্বাচন করা হয়েছে। অন্যদিকে সচিনকে ইউনিসেফের আঞ্চলিক গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচন করা হয়েছে।

আয়ুষ্মানকে শেষবার ডক্টর জি ছবিতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে সেই ছবিতে রকুল প্রীত সিং এবং শেফালি শাহ ছিলেন। গতমাসের ১৪ তারিখ এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, যদিও ছবিটি বক্স অফিসে একদমই চলেনি।

বন্ধ করুন