বাবিল খান খুব অল্প সময়েই নজর করেছেন তাঁর অভিনয়ের দক্ষতা দিয়ে। একই সঙ্গে তাঁর কথা, ব্যবহারও বারবার মুগ্ধ করেছে সকলকে। এদিন সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে তাঁকে দেখা যাচ্ছে তিনি তাঁর ভক্তদের সঙ্গে দেখা করেছেন শ্যুটিংয়ের ফাঁকে। এবং একই সঙ্গে খোশমেজাজে খানিকক্ষণ আড্ডাও দেন। তোলেন ছবিও। সোশ্যাল মিডিয়ায় এখন সেই ভিডিয়ো রীতিমত ভাইরাল।
দার্জিলিংয়ে ভক্তদের মাঝে বাবিল খান
বর্তমানে একটি ছবির শ্যুটিংয়ের জন্য দার্জিলিংয়ে আছেন বাবিল খান। সেখানেই এদিন তিনি শ্যুটিংয়ের ফাঁকে কুইন অব হিলসের বিখ্যাত একটি ক্যাফেতে যান। আর সেখানেই তাঁর সঙ্গে দেখা হয়ে যায় তাঁর ভক্তদের। তাঁরা রীতিমত ছেঁকে ধরেন অভিনেতাকে। তাঁর সঙ্গে ছবি তোলেন।
আরও পড়ুন: অতিরিক্ত চর্চার জেরে ক্ষুব্ধ শোভনের সহবাস - সঙ্গী, বিরক্ত বৈশাখী বললেন, 'প্রাইভেসি রাখতে জানি না...'
এরপরই ভাইরাল ভিডিয়োতে দেখা যায় এক ব্যক্তি বাবিল খানের অভিনয়ের তুমুল প্রশংসা করছেন। জানাচ্ছেন দ্য রেলওয়ে মেন সিরিজে ইরফান পুত্রের অভিনয় দুর্ধর্ষ ছিল। এটা শুনেই লজ্জায় পড়ে যান বাবিল। হেসে উত্তর দিয়ে বলেন, 'না না, কে কে স্যার ( কে কে মেনন) স্টিল বেস্ট। কিন্তু আমি ভীষণ ভীষণই কৃতজ্ঞ। এটা আমার কাছে অনেকটা।' এরপরই তাঁকে আরেক ভক্তকে জড়িয়ে ধরতে দেখা যায়। হেসে কথা বলেন সকলের সঙ্গে। ছবিও তোলেন।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘বাবার মতোই ভীষণ ভালো মানুষ হয়েছে।’ আরেকজন লেখেন, 'কী মাটির মানুষ। সবার সঙ্গে কী ভালো করে মেশেন। এটাকেই বলে শিক্ষা।'
আরও পড়ুন: ব্লকবাস্টার অ্যানিম্যাল - ডাঙ্কির রেকর্ড ভাঙল ফাইটার! উচ্ছ্বসিত হৃতিক আবেগে ভেসে লিখলেন কী?
বাবিল খানের আগামী প্রজেক্ট
কলা ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন বাবিল খান। এরপর একাধিক ছবি এবং সিরিজে তিনি কাজ করেছেন এবং নজর কেড়েছেন। তবে দ্য রেলওয়ে মেন সিরিজে তাঁর অভিনয় নজরকাড়া ছিল। আগামীতে তাঁকে সুজিত সরকারের ছবিতে দেখা যাবে বলেই জানা গিয়েছে।