শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকারের প্রেম এখন টলিউডের অন্যতম চর্চিত বিষয়। এতদিন কানাঘুষোয় শোনা গেলেও কিছুদিন আগে শোভন সোহিনীর সঙ্গে একটি ছবি পোস্ট করে সেটা ইঙ্গিতে নিশ্চিত করেন। যদিও এতদিন তাঁদের একসঙ্গে হামেশাই নানা অনুষ্ঠান, পার্টিতে দেখা গিয়েছে। এমনকি একাধিক জায়গায় যে তাঁরা একসঙ্গে বেড়াতে গিয়েছেন সেগুলো তাঁদের ছবি দেখে বুঝেছেন তাঁদের অনুরাগীরা। এদিন শোভনের জন্মদিন উপলক্ষ্যে একটি নতুন গান প্রকাশ্যে এনেছেন তিনি। আর তাতেই রয়েছে একটি বিশেষ বার্তা।
শোভনের জন্মদিনে নতুন গান
এদিন শোভন গঙ্গোপাধ্যায় একটি নতুন গান প্রকাশ্যে এনেছেন। সেটির কিছুটা ঝলক তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'কাল জন্মদিনে সবার শুভেচ্ছা পেয়ে আমি আপ্লুত। রিটার্ন গিফট স্বরূপ নতুন গান রইল সবার জন্য। জানিও কেমন লাগল।'
তিনি ইনস্টাগ্রামে যে ভিডিয়োটি পোস্ট করেছেন (বা মূল মিউজিক ভিডিয়োতেও) শোভন ছাড়াও একজন নারীর ছায়া মূর্তিকে দেখা যাচ্ছে। কিন্তু কে তিনি? মুখ দেখা না গেলেও বুঝতে কারও অসুবিধা হচ্ছে না তিনি হলেন সোহিনী সরকার। আর বলাই বাহুল্য এটি একটি আদ্যোপান্ত রোম্যান্টিক গান। সেখানে স্পষ্ট বার্তা দিয়েছেন শোভন যে, 'এভাবেই একে একে দুই, আর ভাবি না কিছুই যেন সহজেই ভালোবেসে যাই।'
প্রসঙ্গত এর আগে একাধিক সম্পর্ক ভেঙেছে শোভনের। ইমন চক্রবর্তী, স্বস্তিকা দত্তের সঙ্গে চুটিয়ে প্রেম করার পরও সেটা পূর্ণতা পায়নি। এবার সেই 'ভুল' কি তিনি শুধরে নিতে চাইছেন এই নতুন সম্পর্কে? তাই কি গাইলেন, 'আমিও শুধরে যেতে পারি আজ তোমায় পেয়ে...'? উত্তরটা অজানা। তবে অনুরাগীরা যে শোভন এবং সোহিনীর এই সম্পর্কে খুশি সেটা বলাই বাহুল্য।
আরও পড়ুন: 'শঙ্করা' অক্ষয়ের সঙ্গী অনন্যা - মাধবন, করণের ছবিতে ফাঁস হবে জালিয়ানওয়ালা বাগের কোন সত্য?
কে কী বলছেন?
মহেন্দ্র সোনি তাঁকে এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের। এক ব্যক্তি লেখেন 'খুব ভালো সঙ্গী পেয়েছেন। ভালো থাকুন দুজনে।' আরেকজন লেখেন, 'কী মিষ্টি একটা গান।'