ফিরছে লাভ সেক্স অউর ধোঁকা। তবে এবার নতুন ভাবে, নতুন রূপে। এই মাসেই মুক্তি পেতে চলেছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত লাভ সেক্স অউর ধোঁকা ২। প্রথম ছবির ১৪ বছর পর ১৯ এপ্রিল আসছে এই ছবিটি। তার আগে ১ এপ্রিল মুক্তি পেল এই ছবিটির টিজার। সেখানেই এক ঝলক দেখা গেল বাংলার স্বস্তিকা মুখোপাধ্যায়কে।
আরও পড়ুন: 'শঙ্করা' অক্ষয়ের সঙ্গী অনন্যা - মাধবন, করণের ছবিতে ফাঁস হবে জালিয়ানওয়ালা বাগের কোন সত্য?
লাভ সেক্স অউর ধোঁকা ২ এর টিজার
মুক্তি পেল লাভ সেক্স অউর ধোঁকা ২ এর টিজার। এই টিজারের শুরুতেই সতর্ক বাণী হিসেবে দেখিয়ে দেওয়া হয় এটি কেবল পূর্ণবয়স্কদের জন্য। গোটা টিজার জুড়ে উঠে এল রগরগে যৌনতা, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধ।
আরও পড়ুন: বড়ে মিয়া ছোটে মিয়া, ময়দান, মির্জা: এপ্রিলে সরগরম বড়পর্দা - OTT, কবে কোন ছবি মুক্তি পাচ্ছে?
গোটা ছবির গল্প আবর্তিত হবে কুইক অ্যান্ড নাচ নামক একটি রিয়েলিটি শোকে ঘিরে। নূর নামক একটি চরিত্র সেখানে তাঁর সঙ্গীর সঙ্গে নাচছে। তাদের নাচের পর চুমু খেতে দেখা যায় শোতে। এই শোয়ের সঞ্চালনা করেন মৌনি রাত। অনু কাপুর হলেন বিচারক। এরপরই বিগ বসের কায়দায় কিছু মানুষকে মারপিট এবং গালিগালাজ করতে দেখা যায়। তারপরই একটি ধর্ষিত দেহ দেখা যায়। ভাইরাল হয় অন্য আরেকটি ভিডিয়ো। এমনই নানা টুকরো ছবি উঠে এসেছে এই টিজারে। এই টিজারেই দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কেও।
এদিন লাভ সেক্স অউর ধোঁকা ২ এর টিজার পোস্ট করে লেখা হয়, 'গিলে নেওয়া সহজ, কিন্তু হজম করা নয়।'
লাভ সেক্স অউর ধোঁকা ২ প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা করেছে বালাজি মোশন পিকচার্স। আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি।