'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' এই ছবির নাম শুনলেই হিন্দি ছবির দর্শকদের সেই অমিতাভ বচ্চন ও গোবিন্দার ব্লকবাস্টার ছবির কথাই মনে আসবে। হ্য়াঁ, ১৯৯৮-এ মুক্তি পাওয়া সেই জনপ্রিয় ছবি, সেই ছবির সঙ্গে ছবির গানও ছিল হিট। আর এবার সেই একই নাম নিয়ে আসছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ছবি। ১৯ ফেব্রুয়ারি, সোমবার মুক্তি পেয়েছে অক্ষয়-টাইগারের সেই ছবির টাইটেল ট্র্যাক 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'।
বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ
সোমবার মুক্তি পাওয়া অক্ষয় ও টাইগার শ্রফের এই ছবির গান অনেকেই দেখে ও শুনে ফেলেছেন। তাঁরা নিশ্চয় বুঝবেন ১৯৯৮-এ মুক্তি পাওয়া অমিতাভ-গোবিন্দার ছবির গানের সঙ্গে এর কোনও মিলই নেই। মিল বলতে, এই গানে শুধু মূল গান থেকে 'বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ সুবহানাল্লাহ' লাইনটি ধার করা হয়েছে। গানটি গেয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র ও বিশাল মিশ্র। ইরশাদ কামিলের কথায় গানটির সুর করেছেন বিশাল মিশ্র। যাঁরা এখনও গানটি শোনেননি তাঁরা এবার চটপট শুনে নিন।
মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে, জর্ডনের কোনও এক জায়গায় খাঁকি সবুজ পোশাকে একসঙ্গে নাচছেন টাইগার ও অক্ষয়। আবার কখনও তাঁদের সমুদ্র সৈকতে ভলিবল খেলতেও দেখা যায়। একটা দৃশ্যে টাইগারকে টাকিলা শট নিতে দেখা যায়, যদিও যখন অক্ষয় সেটি ছুড়ে ফেলে দেন।
কী প্রতিক্রিয়া?
ভিডিওটি শেয়ার করে অক্ষয় লেখেন, ‘তেরে পিচে তেরা ইয়ার খাড়া #BadeMiyanChoteMiyanTitleTrack নাউ। কারোর অনুমান, ‘এই গানটি ছবি শেষে টাইটেল কার্ডের সঙ্গে দেখা যাবে।’ কারোর কথায় ’ গানটি আশা জাগাচ্ছে!! ছবির জন্য শুভকামনা রইল!' কেউ অক্ষয়ের উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনাকে অ্যাকশনে দেখার অপেক্ষায় রয়েছি।’ তবে, কেউ আবার মনে করেছেন, ‘গানের পরিবর্তে আগে ছবির ট্রেলর এবং সংলাপ প্রকাশ করা উচিত।' কেউ লিখেছেন, ’স্যার অ্যাকশন প্রোমো, সংলাপ প্রোমো লাও, অ্যায়সে গান মুভি কা ফ্লো বিগাড়তে হ্যায়'
বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ
এই ছবির পরিচালক আলি আব্বাস জাফর। ২০২৪-এর ইদে মুক্তি পাবে এই ছবি। জানা যাচ্ছে মুম্বই, লন্ডন, আবুধাবি, স্কটল্যান্ড ও জর্ডানের মতো লোকেশনে শ্যুট করা এই ছবিটি। ছবিটি তৈরি হয়েছে বড় স্কেল। ছবিতে হলিউড-স্টাইলের সিনেমাটিক ভিজ্যুয়াল ব্যবহার করা হয়েছে বলে গুঞ্জন। এই ছবিতে পৃথ্বীরাজ সুকুমারন একটা আকর্ষণীয় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মানুষী চিল্লার ও আলিয়া এফ। এর আগে ছবির টিজার বেশ ভালো সাড়া ফেলেছিল।