কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল সঙ্গীত মেলা ২০২৪। তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালিত এই মেলায় নাকি রাজনীতিকরণ করা হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি ঘনিষ্ঠ একটি সাংস্কৃতিক মঞ্চ। তাই তারা রাজ্য সরকারের এই অনুষ্ঠানের বিরুদ্ধে একটি নতুন অনুষ্ঠান করতে চলেছেন। সঙ্গীত মেলার পাল্টা হিসেবে তারা বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন করতে চলেছে।
রাজ্যের সঙ্গীত মেলার পাল্টা বিজেপির বঙ্গ সঙ্গীত উৎসব
এদিন কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে বঙ্গ সঙ্গীত উৎসবের সূচনা করা হয় আনুষ্ঠানিক ভাবে। প্রকাশ্যে আনা হয় এই অনুষ্ঠানের দুটি ব্যানারও। শুভেন্দু অধিকারীর সহযোগিতায় বিজেপি ঘনিষ্ঠ এই সংগঠনটি রাজ্য সরকারের আয়োজিত সঙ্গীত মেলার পাল্টা হিসেবে বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন করেছে।
আরও পড়ুন: বক্স অফিসে অদম্য ‘অ্যানিম্যাল’, ৫৫০ কোটি টপকে জওয়ানের ঘাড়ে নিশ্বাস ফেলছে রণবীরের ছবি
আরও পড়ুন: 'আসবেন না', পরপর শোতে বিশৃঙ্খলা, রেগে গিয়ে কাদের শোতে আসতে বারণ করলেন রূপম?
আগামী ২০ জানুয়ারি কলকাতার প্রিন্সেপ ঘাটে রাজ্যের সমস্ত গুণী অথচ বঞ্চিত শিল্পীদের নিয়ে এই বঙ্গ সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সঙ্গীত মেলায় স্বজনপোষণের অভিযোগ তুলেছেন। সেখানে গুণী শিল্পীদের কদর করা হয়নি বলেই তাঁরা এবার এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানিয়েছেন। বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজকরা জানিয়েছেন, 'আমরা চাই না শিল্পীদের নিয়ে দলবাজি হোক। কিন্তু সরকার যোগ্য এবং গুণী শিল্পীদের সম্মান দিচ্ছে না। কোনও নেতার অনুগামী যাঁরা তাঁদেরই সঙ্গীত মেলায় সুযোগ দেওয়া হচ্ছে। তাই যাঁরা যোগ্য শিল্পী তাঁদের সুযোগ করে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি।'
আরও পড়ুন: বিপুল ভোটে বাংলাদেশ নির্বাচনে পরাজয় মাহিয়া মাহি-হিরো আলমের, কী অবস্থা ফেরদৌসদের?
এদিনের এই প্রেস কনফারেন্সে অঞ্জনা বসু, সহ একাধিক শিল্পীকে দেখা যায়।