বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবার বিক্ষোভের মুখে পড়লেন। খড়িডাঙা এলাকায় আজ, মঙ্গলবার নির্বাচনী প্রচার করতে রেখা পাত্র পৌঁছতেই ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। গ্রামের মহিলাদের কাছে গিয়ে রেখা পাত্র ভোট চাইতেই তুমুল বচসা শুরু হয়েছে। বসিরহাটের বিজেপি প্রার্থীকে দেখে ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ স্লোগান তোলেন গ্রামের মহিলারা। একইসঙ্গে গাছের ডাল নিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তাড়া করেন মহিলারা বলে অভিযোগ। বিজেপির দাবি, রেখা পাত্রের উপর হামলা করা হয়েছে। লাঠির আঘাত লেগেছে রেখা পাত্র ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের। খড়িডাঙা এলাকায় আহত এক বিজেপি কর্মীকে দেখতে যান রেখা পাত্র। আজই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে।
এদিকে রেখা পাত্রকে দেখেই রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ আটকে দেন গ্রামের স্থানীয় মহিলারা। এমনকী লাঠি হাতে রেখা পাত্রের দিকে রীতিমতো তেড়ে যান মহিলারা বলে অভিযোগ। এতে হকচকিয়ে যান রেখা। এমনটা যে নিজের কেন্দ্রেই হতে পারে তা কল্পনাও করতে পারেননি রেখা পাত্র। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। গত শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙা এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। তাতে কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী আহত হন। আজ মঙ্গলবার আহত ওই বিজেপি কর্মীকে দেখতে খড়িডাঙার মাঝেরপাড়ায় যান রেখা পাত্র, অর্চনা মজুমদাররা।
আরও পড়ুন: ‘টুনির মায়ের নাম কী?’ লোকসভা নির্বাচনের প্রচারে এবার নতুন ঝড় তুলল সিপিএম
অন্যদিকে রেখা পাত্রকে দেখে গ্রামের মহিলারা তখন তেড়ে আসেন। আসলে গ্রামের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান। একশো দিনের কাজের বকেয়া টাকা পেয়ে গিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে। তাছাড়া রাজ্য সরকারের একাধিক প্রকল্প পেয়ে থাকেন তাঁরা। লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী প্রকল্প পান রেখা পাত্রও। তারপরও তৃণমূল কংগ্রেসের নামে গালাগালি করেন বলে অভিযোগ। আজও সেখানে পৌঁছে বিজেপি প্রার্থী এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘দাঙ্গাবাজ’, ‘দুর্নীতিবাজ’ বলে কটাক্ষ করেন রেখা পাত্র। গ্রামের মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় রেখাকে। গাছের ডাল নিয়ে তাড়া করা হয় এবং মহিলারা উদ্যত হন মারতেও বলে অভিযোগ।
এছাড়া তৃণমূল কংগ্রেসের নামে গালিগালাজ করার জেরে গ্রামের মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। রেখা পাত্রের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা মহিলাদের শান্ত করতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এক মহিলার অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তাঁর শাড়ি–ব্লাউজ ছিঁড়ে দেয় রেখা পাত্রের সঙ্গে থাকা বিজেপি কর্মীরা। তাই গ্রামের মহিলা বাসিন্দারা লাঠি নিয়ে বিজেপি প্রার্থীর দিকে তেড়ে যান। পরিস্থিতি বেগতিক বুঝে গাড়িতে উঠে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী। যদিও বিজেপি প্রার্থী রেখা পাত্রের কথায়, ‘মানুষ আমার সঙ্গে আছে। আমাকে প্রণাম জানিয়েছে।’