‘যে কোন ব্যাপারে কেউ কোনও প্রশংসা করলে, তাঁকে অন্তত ধন্যবাদটা দিতে হয়। এটা ভদ্রতা…’। ইদের দিন হঠাৎ-ই কেন এমন পোস্ট করলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নাহ, অভিনেতা কেন এমন লিখেছেন, তার জবাব মেলেনি। হতে পারে, তিনি তাঁর ছবির ডায়ালগ থেকে কথাগুলি লিখেন। আবার হতে পারে এটা কারোর উদ্দেশ্যে লিখেছেন, কিংবা ব্যক্তিগত উপলব্ধি থেকেও লিখে থাকতে পারেন। তবে চঞ্চল একথা যে কারণেই লিখুন না কেন, তাঁর সহকর্মী থেকে নেটপাড়ার বহু বাসিন্দাই চঞ্চল চৌধুরীর সঙ্গে সহমত হয়েছেন। নিজের পোস্টে ইদের শুভেচ্ছা জানিয়ে মানবিক হওয়ার বার্তাও দিয়েছেন চঞ্চল চৌধুরী।
ঠিক কী লিখেছেন চঞ্চল চৌধুরী?
চঞ্চল লিখেছেন, ‘যে কোন ব্যাপারে কেউ কোন প্রশংসা করলে,তাঁকে অন্ততঃ ধন্যবাদটা দিতে হয়। এটা ভদ্রতা…..। অনেকে প্রশংসা পাওয়াটাকে তাঁদের পৈত্রিক সম্পত্তি মনে করেন। এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই॥ বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা॥ সবাইকে ঈদ মুবারক….আসুন সবাই মানবিক ও ভদ্র হই॥’
আরও পড়ুন-মেয়েকে বলেছিলাম ইদে ফিরব না, কিন্তু ফিরছি, ওকে চমকে দিতে চাই: বাঁধন
আরও পড়ুন-ঢাকায় এসে ইদের কেনাকাটা করেছি, ভাইবোনেরা আমার থেকে ‘ইদি’ পাওয়ার জন্য বেশ উৎসাহী: মিথিলা
চঞ্চল চৌধরীর এই পোস্টের নিচে কমেন্টে কেউ লিখেছেন, 'প্রশংসা করতেও মনের বিশালতার প্রয়োজন। সেটা আজকাল ক'জনেরই বা আছে। সবাই শুধু নিজেকেই সেরা ভাবতে এবং দেখাতে ব্যস্ত।' কারোর কথায়, ‘যেমন ছবিটা,তেমনই কথাগুলো অনবদ্য ভাইয়া।’ কেউ লিখেছেন, ‘একদম সঠিক কথাই বলেছেন ভাইয়া। ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সপরিবার আপনাকে।ঈদ ভালো কাটুক আপনাদের সকলের। ভালো থাকুন, সুস্থ থাকুন’।
দু'দিন আগেই ‘পিতা বনাম পুত্র গং’-এর শ্যুটিংয়ে ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে ইফতারে যোগ দিতে দেখা গিয়েছিল চঞ্চল চৌধুরীকে।
ইদ উপলক্ষে চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের গলায় মুক্তি পেয়েছে ‘ঢাকা শহর আইসা আমার’ গানটি। প্রসঙ্গত, 'হাওয়া' ছবিটি মুক্তির পরই দুই বাংলায় অভিনেতা চঞ্চল চৌধুরীর জনুপ্রিয়তা বেড়েছে। এখন দুই বাংলাতেই জমিয়ে কাজ করছেন অভিনেতা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' ছবিতেও দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।