মৃত্যু বড়ই অনিশ্চিত! কথা ছিল নিজের নতুন ছবি ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ারে হাজির হবেন। সেইমতো বুধবার বিকালে ঢাকার বসুন্ধরা সিটি শপিংমলেও পৌঁছান বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রুবেল আহমেদ। কিন্তু মলের পার্কিং-এ গাড়ি থেকে নামবার সময় আচমকাই পড়ে গিয়ে জ্ঞান হারান। এরপর তড়িঘড়ি অভিনেতা রুবেল আহমেদকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে, কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন।
মাত্র ৫৫ বছর বয়সে না ফেরার দেশে অভিনেতা। তাঁর মৃত্যুর খবর সে দেশের সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘পেয়ারার সুবাস’ ছবির পরিচালক নুরুল আলম আতিক। প্রাথমিকভাবে জানা গিয়েছে ম্যাসিভ হার্ট অ্যাটাকের জেরেই মৃত্যু হয় অভিনেতার।
আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও ছোটবেলা কেটেছে ঢাকা শহরেই। থাকছেন গাজীপুরে। সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’-এর হাত ধরে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। পরে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’ নাটকে নজর কাড়েন। হুমায়ূন আহমেদের ‘পোকা’–তে অভিনয় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন প্রয়াত অভিনেতা। তাঁর অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি আজও সমান জনপ্রিয়।
হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ ছবিতে রুবেলের অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি সফর শুরু হয়েছিল বাংলাদেশি নাটকের এই জনপ্রিয় তারকার। পরবর্তীতে ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’,‘দ্য লাস্ট ঠাকুর’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বাদ যায়নি এপার বাংলাও।
২০১৪ সালে টলিগঞ্জের পরিচালক সঞ্জয় নাগ পরিচালিত ‘পারাপার’–এর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর অজস্র জনপ্রিয় নাটকগুলির অন্যতম ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’ প্রভৃতি।
দীর্ঘ ৮ বছর পর মুক্তির আলো দেখার পথে ‘পেয়ারার সুবাস'। ৯ ফেব্রুয়ারি মুক্তির তারিখ নির্দিষ্ট রয়েছে রুবেল ও জয়া আহসান অভিনীত এই ছবির। তার দু-দিন আগেই ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা। এই মৃত্যুর ঘটনায় স্তব্ধ জয়া আহসান। তিনি জানান, ‘এটা খুব অদ্ভুত একটা ব্যাপার হলো। আমি এখনো বিশ্বাস করতে পারছি না রুবেল ভাই নেই। আমার মনে হয় রুবেল ভাই থাকলে নিশ্চয়ই চাইতেন না আমাদের শোটা বাতিল হোক। মানুষ তাঁর কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে। রুবেল ভাইও আমাদের মধ্যে আছেন। শো চলবে এটা আমাদের শিল্পীদের জীবনের একটি ভয়াবহ অংশ'।