বাংলা নিউজ > বায়োস্কোপ > Pori Moni-Shariful Razz: দাম্পত্য কলহ শেষে ফের জুটি বাঁধছেন রাজ-পরীমনি? কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

Pori Moni-Shariful Razz: দাম্পত্য কলহ শেষে ফের জুটি বাঁধছেন রাজ-পরীমনি? কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

দাম্পত্য কলহ শেষে ফের জুটি বাঁধছেন রাজ-পরিমণি?

Pori Moni-Shariful Razz: বাংলাদেশের অন্যতম চর্চিত সেলেব জুটি হলেন পরীমনি এবং শরিফুল রাজ। এবার নাকি তাঁদের আবারও বহুদিন পর একসঙ্গে এক ছবিতে দেখা যেতে চলেছে।

বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম দুই চর্চিত সেলেব এবং অবশ্যই জুটি হলেন পরীমনি এবং শরিফুল রাজ। নানা সময়ে নানা বিতর্ক উসকে গিয়েছে তাঁদের কেন্দ্র করে। কখনও নায়িকা স্বামীর নামে প্রকাশ্যে অভিযোগ এনেছেন, কখনও সব ভুলে তাঁদের একসঙ্গে থাকতে দেখা গিয়েছে। ব্যক্তিগত কারণেই খবরের শিরোনামে থেকেছেন তাঁরা হামেশাই। এই তো কিছুদিন আগেই ওঁদের ছেলের জন্মদিন গেল, তখন পরীমনি বিশাল বড় করে একটি পার্টি দিয়েছিলেন, সেখানে অনুপস্থিত ছিলেন রাজ। যদিও আলাদা এসে দেখা করেছিলেন ছেলের সঙ্গে। এবার শোনা যাচ্ছে তাঁদের নাকি ফের এক সঙ্গে দেখা যেতে চলেছে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এর আগে বাংলাদেশের দর্শকরা পরীমনি এবং রাজকে গুণিন ছবিতে একত্রে দেখেছিলেন। আর সেই ছবি করতে গিয়েই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, একে অন্যের প্রেমে পড়েন তাঁরা। তারপর সেখান থেকে বিয়ে। কিন্তু ছেলে রাজ্যর জন্মের পর থেকে তাঁদের ব্যক্তিগত সমস্যা বারবার প্রকাশ্যে এসেছে। কিন্তু এখন সেসবকে পিছনে ফেলে তাঁরা একত্রে ছবি করার জন্য প্রস্তুত বলেই জানা গিয়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যম যুগান্তরের তরফে জানানো হয়েছে পরীমনি এবং রাজের মধ্যে সমস্ত ঝামেলা মিটে গিয়েছে এবং তাঁরা একত্রে ফের ছবি করতে চলেছেন। রাজ্যর জন্মের পর থেকে আর তেমন কোনও নতুন ছবি করেননি পরীমনি।

আরও পড়ুন: পরীমনি মারেই মাথা ফেটেছে? ঠিক কী ঘটেছে বিস্তারিত জানালেন শরিফুল রাজ

পরীমনিকে নাকি আগামীতে রায়হান রাফির একটি নতুন ওয়েব সিরিজ মায়ায় দেখা যাবে, এমনটাই জানিয়েছেন যুগান্তর। ইতিমধ্যেই চুক্তিপত্রে সই করেছেন নায়িকা। সেপ্টেম্বর থেকেই নাকি সিরিজের শুটিং শুরু হয়ে যাচ্ছে। তবে তাঁর বিপরীতে কাকে দেখা যাবে সেটা এখনও সুস্পষ্ট নয়। কিন্তু যুগান্তরের তরফে জানানো হয়েছে এই সিরিজেই নাকি নায়িকার বিপরীতে রাজকে দেখা যাবে। কিন্তু এখনও কিছু চূড়ান্ত হয়নি। এই বিষয়ে আরও বেশি করে আগামী সপ্তাহে জানা যাবে বলেই খবর।

বন্ধ করুন