বাংলা নিউজ > বায়োস্কোপ > Bangladesh-Hero Alom: তীব্র গালিগালাজ, রাস্তায় ফেলে পেটানো হল, হাসপাতালে হিরো আলম

Bangladesh-Hero Alom: তীব্র গালিগালাজ, রাস্তায় ফেলে পেটানো হল, হাসপাতালে হিরো আলম

হিরো আলমকে মারধর

অভিযোগ, নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকেরা হিরো আলমকে উদ্দেশ্য করে গালমন্দ করতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের দরজার বাইরে নিয়ে যান৷ তখনও তাঁর পিছু নেন উত্তেজিত নেতাকর্মীরা৷ বিক্ষুব্ধরা হিরো আলমকে রাস্তায় ফেলে বেধরক মারধর করতে থাকে।

ভোটে দাঁড়িয়েছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারকা হিরো আলম। সোমবার তাঁখে নিয়ে আবার বিতর্ক। ভোটকেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে বেধড়ক মারধর খেতে হল তাঁকে। জখম হিরো আলমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে প্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন হিরো আলম। ১৭ জুলাই সোমবার দুপুরে ঢাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে গিয়েছিলেন তিনি। তখনই নাকি কয়েক জন এসে বলেন, ‘এটা টিকটক ভিডিয়ো করার জায়গা নয়। এটা ভোটকেন্দ্র, এটা গুলশান-বনানী’। এরপরই নাকি হিরো আলমের উপর হামলা হয়। অভিযোগ, যারা হামলাকারী, তাদের গলায় 'নৌকা' প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা গিয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের দরজার বাইরে নিয়ে যান। উত্তেজিত জনতা তখনও তাঁকে ধাওয়া করতে থাকেন।

আরও পড়ুন-পিরিয়ডে অতিরিক্ত রক্তক্ষরণ, প্রতিমাসেই হাসপাতালে ভর্তি হতাম! লড়াই করেও স্বপ্ন দেখেছি: সেলিনা

আরও পড়ুন-হোটেলে ডেকে, আমার পানীয়তে মাদক মিশিয়ে দেন এক পরিচালক' বিস্ফোরক রতন রাজপুত

<p>হিরো আলমকে বেধরক মারধর</p>

হিরো আলমকে বেধরক মারধর

স্কুল থেকে বার হওয়ার পর হিরো আলমের সঙ্গে আর থাকেননি পুলিশ কর্মীরা৷ তিনি তখন ১৬ নম্বর সড়কের দিকে যান। শোনা গিয়েছে, বিক্ষুব্ধরা হিরো আলমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন, তারপর তাঁকে বেধড়ক মারধর করা হয়৷

কোনও রকমে ঘটনাস্থল থেকে পালান হিরো আলম। উত্তেজিত লোকজন তখন তাঁকে পিছন থেকে ধাওয়া করে। শেষপর্যন্ত ২৩ নম্বর সড়কে গিয়ে একটি রিকশায় ওঠেন আলম৷ পরে গাড়িতে করে এলাকা ছাড়েন তিনি।

এর আগেও বহু বার বিতর্কের মুখে পড়েছেন হিরো আলম। তাঁকে হেনস্থার শিকারও হতে হয়েছে অনেক বার। তবে এবার পরিস্থিতি বেশ জটিল হল তাঁর জন্য। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধনতেরাস ২০২৪ কবে? ২৯ নাকি ৩০ অক্টোবর! দেখে নিন তারিখ, তিথি মহিলাদের আন্তর্জাতিক টি২০ ফরম্যাটে সব থেকে বেশি উইকেট কার দখলে? সাবেক স্ত্রী বিয়াঙ্কা সেন্সরির মায়ের সঙ্গে ঘুমাতে চেয়েছিলেন কানিয়ে ওয়েস্ট। ‘বহুরূপী’র গানে ভাসান ডান্স কৌশানীর! আহিরীটোলায় শশী পাঁজার সঙ্গে খেললেন সিঁদুরও বুমরাহকে ভয়! বর্ডার গাভাসকর ট্রফিতে ওপেনিং করবেন না! আগেই বোর্ডকে জানালেন স্মিথ! কলকাতার কোন রুটে কোন বাসের কী হাল? এক অ্যাপেই মিলবে সব প্রশ্নের জবাব! আন্দোলনে থেকেও অরন্ধনে সাড়া দিলেন না অনেকেই, যিনি রাঁধেন তিনি প্রতিবাদও করেন! বহু পুলিশ থাকলেও নারীদের সম্মান রক্ষা করতে পারবে না, পুরুষদের কী বার্তা কল্যাণের অনুরোধ করেও কাজ হল না! সোমবার ম্যাচ খেলল না DHFC…পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ… কামিন্সের মতই ভারতীয় দর্শকদের চুপ করালেন ম্যাচের সেরা সোফি, জানালেন অভিজ্ঞতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.