সাধারণতন্ত্র দিবসের আগের রাতে ঘোষিত হয়েছিল চলতি বছরে পদ্মসম্মান প্রাপকদের নামের তালিকা। আর তাতে নাম ছিল বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার ভারতের নিউ দিল্লিতে, রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এদিন ৫ জনকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্মভূষণ ও ১১০ জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান এটি।
পদ্মশ্রীর মতো এত বড় একটি সম্মান পেয়ে স্বাভাবিক ভাবেই আনন্দিত বন্যা। প্রথম আলোয় জানান, ‘আমি খুবই রোমাঞ্চিত। আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে পুরস্কারটা আমার কাছে ভীষণ গর্বের মনে হচ্ছে।’
বাংলাদেশের এই বিশিষ্ট গায়িকা আরও জানান, ‘সব জায়গায় আমাদের পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি বলা হয়েছে! এত আতিথেয়তা, এত সম্মান— এই সবকিছু আমার জীবনের উজ্জ্বল অনুভূতি হয়ে থাকবে। মনে রাখার মতো অভিজ্ঞতা। রাষ্ট্রপতি ভবনে যাওয়ার ব্যাপারটাও একদম অন্যরকম। এর আগে কোনো দিন এই সুযোগ আসেনি। ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়া— সবকিছু মিলিয়ে দারুণ একটা ব্যাপার।’
আরও পড়ুন: ফুটপাথে জন্ম, তারপর দত্তক সেলিম-সালমার! ‘ছোট থেকেই অভ্যস্ত…’, কেন বললেন সলমের বোন অর্পিতা
তবে শুধু পদ্মশ্রী নয়, ভারতে আরও কিছু উল্লেখযোগ্য সম্মান তুলে দেওয়া হয়েছে বন্যার হাতে। যার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ‘বঙ্গভূষণ’। যা ২০১৭ সালে কলকাতার নজরুল মঞ্চে এই রবীন্দ্রসংগীতশিল্পীর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সালে পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগ থেকে তাঁকে দেওয়া হয়েছিল ‘সংগীত সম্মান পুরস্কার’ও।
আরও পড়ুন: বয়সে ছোট রাষ্ট্রপতির পা ছুঁয়ে প্রণাম ঊষার! শিল্পে খাস অবদান,পদ্মভূষণ পেলেন মিঠুন
শিল্পে বিশেষ অবদানের জন্য এদিন পদ্মভূষণ সম্মান গ্রহণ করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি নেতা এই সম্মান গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতেই। ‘ক’ লেখা টিপে কপালে সাজিয়ে এদিন মুর্মুর হাত থেকে পুরষ্কার নেন গায়িকা উষা উত্থুপও। বাংলা থেকে আরও দুজন পেয়েছেন এবার পদ্ম সম্মান। তাঁরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর।