টলিপাড়ার ছোট পরদার নায়িকার মধ্যে অন্যতম চর্চিত নায়িকা শ্রুতি দাস। ‘দেশের মাটি’তে কাজ করতে করতেই তাঁকে নিয়ে শুরু হয় বিতর্ক। কখনও তাঁর গায়ের রং নিয়ে তো কখনও আবার প্রেম-সম্পর্ক নিয়ে কুৎসা রটাতে শুরু করে কিছু মানুষ। যদিও সেসবে পাত্তা না দিয়ে মুখের মতো জবাব দেন শ্রুতি বরাবরই। তবে আজকের পোস্ট একটু ভাবিয়ে তুলল। প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে ছবি দিয়ে কী ইঙ্গিত করলেন সোশ্যাল মিডিয়ায়?
ছবির ক্যাপশনে শ্রুতি লিখলেন, ‘আগের পোষ্টটা ইন্ডাস্ট্রির একজন কাছের বন্ধুকে নিয়ে। আমাদের ব্রেকাপ হয়েছে এটা যাদের মনে হচ্ছে তাদের জন্য আমাদের হাতে গরম একটি ছবি রইল। @iswarna হেসে নিলাম এই সুযোগে।’
গতকাল অর্থাৎ মঙ্গলবার শ্রুতি ফেসবুকে কারও নাম না করে লেখেন, ‘আমায় একদিন তুই-ই বলেছিলি, ইন্ডাস্ট্রিতে কেউ কারওর বন্ধু হয় না শ্রুতি। সবাইকে এত বিশ্বাস করে ভালবাসিস না, ঠকবি! আমি বলেছিলাম, তুই তো ও রকম না, ব্যস। আজ আমিই ঠকলাম তোকে ভালোবেসে। সুখী হ এটাই চাই।’

প্রসঙ্গত, শ্রুতির বর্তমান বয়স ২৫। বয়সে প্রায় ১৫ বছরের বড় স্বর্ণেন্দু। আর তাই ‘বাবার বয়সী’ বলেও কটাক্ষ করেছেন কেউ কেউ! দিন দুই আগেই একসাথে একটি ভিডিয়ো দিয়ে শ্রুতি লিখেছিলেন, ‘বয়স শুধুমাত্র একটা সংখ্যা। আমি গর্বিত আমার সঙ্গীর বয়স ৪০-র কাছাকাছি। ও কখনও আমার প্রিয় বন্ধু হয়, কখনও আমার শিক্ষক, আমার গাইড, আমার প্রেমিক, আমার বর আবার আমার বাচ্চাও! ওর থেকে ভালোবাসা পেতে আমার ভালোলাগে। সমস্ত ধরনের সমালোচনা, ঘৃণা ভরা মন্তব্য, লোকের আমাদের মৃত্যুকামনা করা, গালাগালি সত্ত্বেও @iswarna আমি তোমায় ভালোবাসি।’