দেখতে দেখতে ৫০০ পর্ব পার করে ফেলল, কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল 'সোহাগ চাঁদ'। ২০২২-এর ২৮ নভেম্বর পথ চলা শুরু করেছিল এই ধারাবাহিক। দুই ভিন্ন ধরনের মানুষের একে অপরের কাছে আসার গল্প ও তাঁদের একসঙ্গে পথ চলার গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। আর এই দুই ভিন্ন মানুষ হলেন সোহাগ ও চাঁদ। একাধিক সামাজিক বিষয় তুলে ধরা হয়েছিল এই ধারাবাহিকে।
'সোহাগ চাঁদ', ৫০০ পর্ব পার করল, আর সেলিব্রেশন হবে না তাও কি হয়? এদিন সিরিয়ালের সম্পূর্ণ স্টারকাস্ট হাজির ছিল ধারাবাহিকের সেটে। কেক কাটা হয়। টিমের সদস্যরা একে অপরকে খাইয়ে দেন, তারই মাঝে চলে খুনসুটি। সবই ধরা পড়েছিল ক্যামেরায়। এদিন টিম 'সোহাগ চাঁদ'-এর সদস্যরা সকলে মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। ছিল এলাহী আয়োজন, তাই জমিয়ে চলে পেটপুজো।
ধারাবাহিকের গল্প অনুসারে প্লাস সাইজের সোহাগ পেশায় ব্যাঙ্ককর্মী। তবে তাঁর চেহারার জন্যই ৩৪ জন পাত্র তাঁকে বিয়ের জন্য বাতিল করেছে। যদিও সে কোনওদিনই নিখুঁত মহিলা হয়ে উঠতে রাজি নয়। সে বিশ্বাস করে, একদিন সে নিশ্চয় তাঁর 'প্রিন্স চার্মিং'কে খুঁজে পাবে। এদিকে আবার গল্পের নায়ক চাঁদ ‘ফিটনেস ফ্রিক’। সে স্পোর্টস অ্যাকাডেমি খুঁজতে চায়। নিখঁত সুন্দরী পাত্রীকেই বিয়ে করতে চায় সে। যদিও আবার সোহাগ চাঁদ ছোটবেলার বন্ধু। তাদেরই একদিন বিয়ে হয়ে যায়। তারপর ধীরে ধীরে জীবনের নানান চড়াই-উৎরাই পার করে এগিয়ে চলে তারা।
এই ধারাবাহিকে 'সোহাগ' এর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। আর চাঁদের চরিত্রে দেখা যাচ্ছে অভিষেক বীর শর্মাকে।
এই মুহূর্তে ধারাবাহিকের গল্পে সোহাগের বাবা তপন দুর্নীতি কাণ্ডের শিকার হয়ে সারা জীবনের পুঁজি হারিয়েছেন। এই ধাক্কা সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এই পরিস্থিতিতে পরিবারের হাল ধরার দায়িত্ব নিয়েছে সোহাগ। এদিকে সেও এই মুহূর্তে কর্মহীন। তাহলে সে পরিবারের দায়িত্ব নেবে কী করে? নিজের ফিগারেরে ফায়দা নিয়ে এই মুহূর্তে বাউন্সারের কাজ করছেন সোহাগ। তবে 'বাউন্সার'-এর কাজে মূলত পুরুষদের আধিপত্য। তাই সোহাগ কি পারবে বাজিমাত করতে? এদিকে সোহাগের কাণ্ডে মাথায় হাত চাঁদের। কিন্তু তারপর কী ঘটতে চলেছে?