সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগের ঘটনা বিনোদন ইন্ডাস্ট্রিতে নতুন নয়। ফের এক ভোজপুরী অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ! সুবিচার পেতে পুলিশের দ্বারস্থ অভিনেত্রী। তাঁর অভিযোগ ইনস্টাগ্রামে এক ব্য়ক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন, আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রীকে নিজের পরবর্তী ছবিতে কাস্ট করবার। ছবিতে কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর সাক্ষাৎকার নেওয়ার নাম করে গুরুগ্রামের এক হোটেলে অভিনেত্রীকে ডেকে পাঠান অভিযুক্ত। এরপর হোটেল রুমেই ওই অভিনেত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের নাম মহেশ পাণ্ডে। অভিনেত্রী জানিয়েছেন ভোজপুরী ছবিতে কাজের সুযোগ দেওয়ার কথা জানিয়েছিল মহেশ। কাজ নিয়ে বিস্তারিত আলোচনার জন্যই গত ২৯শে জুন গুরুগ্রামের হোটেলে দেখা করবার জন্য অভিনেত্রীকে ডাকেন মহেশ। সেইখানেই ঘটনা কুকীর্তি।
পুলিশকে দেওয়া বয়ানে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি যখন হোটেলে পৌঁছাই ততক্ষণে ভুয়ো আইডি দিয়ে একটি হোটেলরুম বুক করেছিল মহেশ।’ এরপর হোটেল রুমে পৌঁছে অভিনেত্রীকে বেশ কিছু প্রশ্ন জিগ্গেস করে মহেশ, তারপরই শুরু করে মদ্যপান। অভিনেত্রী অস্বস্তিবোধ করলে রুম ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন, তখনই অভিযুক্ত তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। ধর্ষণের পর অভিনেত্রীকে প্রাণে মেরে ফেলবার হুমকি পর্যন্ত দেয় মহেশ, এমনটাই জানা গিয়েছে অভিযোগের প্রতিলিপি থেকে। অভিনেত্রীর অশ্লীল ভিডিয়ো ভাইরাল করার হুমকিও দেন অভিযুক্ত।
পুলিশে তদন্তে জানা গিয়েছে সুভাষ নামের ভুয়ো পরিচয় দিয়ে হোটেল রুম বুক করেছিল মহেশ। গুরুগ্রামের চক্রবিহার এলাকার বাসিন্দা অভিযুক্ত। উদ্যোগ বিহার পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। গুরুগ্রামের এসিপি ক্রাইম বরুণ দাহিয়া সংবাদমাধ্যমকে জানান, গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। প্রয়োজনীয় ব্য়বস্থা গ্রহণ করা হবে, দোষ প্রমাণিত হলে সাজা মিলবে আশ্বস্ত করেছেন তিনি।