বাংলা নিউজ > বায়োস্কোপ > Bholaa box office Day 2: শিবায়ের চেয়েও খারাপ ব্যবসা ভোলা-র! আইপিএলের শুরুতেই হোঁচট খেল অজয়ের ছবি, মোট আয় ১৮.৬o কোটি

Bholaa box office Day 2: শিবায়ের চেয়েও খারাপ ব্যবসা ভোলা-র! আইপিএলের শুরুতেই হোঁচট খেল অজয়ের ছবি, মোট আয় ১৮.৬o কোটি

বক্স অফিসে ২ দিনে কত আয় করল অজয়-টাবুর ভোলা?

Bholaa Box Office: অজয় ​​দেবগনের পরিচালনায় রাম নবমীর দিন বৃহস্পতিবারের ছুটিতে মুক্তি পায় ভোলা। প্রথম দিনে ঠিকঠাক ব্যবসা করলেও শুক্রবারে আয় অনেকটাই কমে গিয়েছে।

অজয় দেবগন এবং তাবু অভিনীত ‘ভোলা’ বক্স অফিসে মুক্তি পায় ৩০ মার্চ বৃহস্পতিবার। প্রথম দিনে ঠিকঠাক ব্যবসা করলেও দ্বিতীয় দিনে দর্শক টানতে ব্যর্থ এই ছবি। ভোলা তার প্রথম দিনে ১১.২০ কোটি আয় করেছে, কিন্তু দ্বিতীয় দিনে আয় মাত্র ৭.৪০ কোটি। দুই দিনের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৮.৬০ কোটি টাকা।

বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, শুক্রবার প্রেক্ষাগৃহে ছবিটি ১১.০২% দখলে ছিল। সিনেমার রিভিউ এত ইতিবাচক হওয়া সত্ত্বেও, দ্বিতীয় দিনে জাতীয় চেইনে ড্রপ হয়েছে প্রায় ৩৫%।

যদিও শুক্রবার ছিল কাজের দিন সঙ্গে আইপিএলের উদ্বোধন। সব মিলিয়ে মানুষ হলমুখী হয়তো কম হয়েছেন। শনি-রবিবারে ব্যবসা বাড়ার সম্ভাবনাই রয়েছে। কারণ গড়ে এই ছবির রেটিং ৩+।

ছবিটির দ্বিতীয় দিনের আয় ভাগ করে নিয়ে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘#ভোলা ২য় দিনে পিছলে গেল… যেহেতু বৃহস্পতিবার ছিল #রামনবমী ছুটির দিন, যেখানে শুক্রবার ছিল কাজের দিন... বৃহস্পতি 11.20 cr, শুক্র 7.40 কোটি। মোট: 18.60 কোটি। #ভারত বিজ।’

আরেক টুইটে তিনি লেখেন, ‘ভোলাকে শনি আর রবিবারে হারিয়ে যাওয়া জমিকে ফিরিয়ে আনতে হবে… শনিবারে ব্যবসা আরও বাড়া উচিত, যা সিনেমাকে এগোতে সাহায্য করবে। তবে পবিত্র রমজান মাস (অনেক সিনেমা দেখতে যাওয়া মানুষই হলে যাওয়া থেকে বিরত থাকেন) ও আইপিএলের বাধা অতিক্রম করতে হবে। তবে সিনেমা একবার টিকে গেলেই এই সপ্তাহান্তের পর শুরু হবে ছুটির মরশুম (গরমের ছুটি), যা ইতিবাচক।’

অজয়ের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে দৃশ্যম ২ বক্স অফিসে ২০০ কোটিরও বেশি আয় করেছে। সেই হিসেবে ভোলা নিয়ে প্রত্যাশা ছিল মারাত্মক। কিন্তু ভোলা-র অভিনয় দেখে অনেকেই শিবায়ের সঙ্গে তুলনা করছেন। যেটি অজয় নিজেই পরিচালনা করেছিলেন। ছিলেন মুখ্য চরিত্রেও। শিবায় মুক্তির দিনে সংগ্রহ করে ১০.২৪ কোটি। শেষ পর্যন্ত ছবিখানার মোট আয় গিয়ে দাঁড়িয়েছিল ১০০ কোটি।। শিবায় করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর বিপরীতে মুক্তি পেয়েছিল।

ভোলাকে বক্স অফিসে মুখোমুখি হতে হয়েছে নানি-র ‘দশরা’ ছবির। যা প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে। প্রথম দিনে এই ছবি বিশ্বব্যপী আয় করেছে ৩৮ কোটি। যার ফলে তেলেগু ভাষায় নির্মিত এই ছবিটিকে ২০২২ সালের অন্যতম করে তুলেছে।

তবে মনে করা হবে, সপ্তাহান্তে ছবির ব্যবসা আরও বাড়বে। লোকেশ কানাগরাজের কাইথির হিন্দি রিমেক ‘ভোলা’। ছবির পরিচালনার দায়িত্বও সামলেছেন কাজলের বর। পরিচালক হিসেবে এটা অজয়ের চার নম্বর ছবি, এর আগে তিনি বানিয়েছেন ইউ মি অর হাম (২০০৮), শিবায় (২০১৬), রানওয়ে ৩৪ (২০২২)। তিনটেই ব্যর্থ বক্স অফিসে। তাই ভোলা-র সাফল্য পাওয়া, অন্তত ১০০ কোটির ঘর পেরিয়ে যাওয়া বেশ দরকারি (যা করোনা পরবর্তী বক্স অফিসের নিরিখে ভালো ব্যবসা বলে মনে করা হয়)।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

‘ভোট কেনার জন্য নড্ডা ৫টি ব্যাগে করে টাকা এনেছিলেন’ বিস্ফোরক দাবি তেজস্বীর ভোটের মধ্যেই ময়নার বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের JEE Main-এ দুর্দান্ত ফল যমজ আরভ-আরুশের, দুজনের লক্ষ্য আইআইটিতে গণিত পড়া বিয়েতে মটন কারি কম পড়ায় ক্যাটারিং সংস্থার কর্মীদের মার, পালাতে গিয়ে মৃত ১ জোরকদমে চলছিল প্রচার, এরই মাঝে বাতিল হল বাংলার এই বিজেপি প্রার্থীর মনোনয়ন হয় গতজন্মে বাংলায় জন্মেছিলাম, নয়ত পরজন্মে বাংলার কোনও মায়ের কোলে জন্ম নেব: মোদী নেপাল–জাকির গোষ্ঠীদ্বন্দ্ব অতীত, তৃণমূল সুপ্রিমোর বার্তায় এক যুযুধান দু’‌পক্ষ T20 WC-এর জন্য নিজের বাছাই করা একাদশে হার্দিককে রাখলেন না সেহওয়াগ,টিমে রয়েছে চমক '১২ বছর বয়সে যৌন নিগ্রহের শিকার! ভয়ে কাঁপতাম,কেউ ছিল না’, নীরবতা ভাঙলেন চূর্ণী '২৬ হাজার পরিবারের সুখ ছিনিয়ে নিল TMC-র দুর্নীতি', মোদীর মুখে SSC রায়

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.