বাংলা নিউজ > বায়োস্কোপ > Bhumi Pednekar: বরুণ বাহলের সোনালি গাউনে শো-স্টপার ভূমি, মুগ্ধ করা সাজে গ্ল্যাম লুকে বলি ডিভা

Bhumi Pednekar: বরুণ বাহলের সোনালি গাউনে শো-স্টপার ভূমি, মুগ্ধ করা সাজে গ্ল্যাম লুকে বলি ডিভা

বরুণ বাহলের শোয়ে সোনালি পোশাকে শো স্টপার ভূমি পেডনেকর

Bhumi Pednekar turns showstopper: ইন্ডিয়া কোর্টিয়ার উইকে চোখে ধাঁধানো আউটফিটে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। বরুণ বাহলের শোয়ের জন্য সোনালি পোশাকে র‌্যাম্পে হাঁটেন বলি ডিভা-

ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া (FDCI)-র আয়োজিত ইন্ডিয়া কোর্টিয়ারে উইকের তৃতীয় দিনেও গ্ল্যামারের ছড়াছড়ি। ভারতের দু'জন বৃহত্তম ফ্যাশন ডিজাইনার তাদের অসামান্য পোশাক কালেকশন নিয়ে কাঁপিয়েছেন এ দিন। মুগ্ধ করেছেন ফ্যাশন উত্সাহীদের।

বরুণ বাহলের 'ইনার ব্লুম' পোশাক কালেকশনের মাধ্যমে শোয়ের সূচনা হয়। জাঁকজমকপূর্ণ নকশা, আধুনিক নান্দনিক বা রঙের প্রাণবন্ত প্রদর্শনের পাশাপাশি চমক ছিল আরও। তাঁর হয়ে শো স্টপার ছিলেন সুপার স্টাইলিশ ভূমি পেডনেকর। মন্ত্রমুগ্ধ সোনালি আউটফিটে সকলের নজর কেড়েছেন ভূমি। আরও পড়ুন: নারী নয়, পুরুষরাও সাজতে পারেন লেহেঙ্গায়, স্টিরিয়োটাইপ ভাঙলেন সমকামী মডেল রাবানে

ভূমি পেডনেকর ICW-তে বরুণ বাহলের শো-স্টপার

শো থেকে ভূমির ছবি এবং ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। অনুরাগীরা ভূমিক আউটফিট দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এ দিন ব়্যাম্পে হেঁটেছেন ভূমি। দেখুন সেই ভিডিয়ো-

ভূমির অত্যাশ্চর্য লুক

স্কুপ নেকলাইন, সরু স্ট্র্যাপের সোনালি ব্রালেটটি নকশা করা, যাতে সুন্দর হ্যান্ড এমব্রয়ডারি কাজ করা রয়েছে। সিকুইন ওয়ার্ক এবং ফুলের বিবরণ দিয়ে সজ্জিত। মিডরিফ জুড়ে একটি থ্রি-ডি ফুলের প্যাটার্ন, বডি-কন ফিট এবং উরু চেরা সোনালি গাউনে ধরা দেন। গোটা পোশাক জুড়ে নিখুঁত কারিগর কারুকার্যে সমৃদ্ধ।

আনুষাঙ্গিক জিনিস হিসেবে ভূমি সোনালি চোকার, চেইন এবং একটি নেকলেস পরেছেন। কব্জিতে ব্রেসলেট এবং আঙুলে আংটিও পরেছেন।

মেকআপে স্মোকি আইশ্যাডো, স্মোকি আইলাইনার, কোহল আইস এবং মাস্কারাড ল্যাশ। গালে ব্লাশ, কনট্যুর করে, ঠোঁটে ছিল ন্যুড লিপস্টিকের ছোঁয়া।

বরুণ বাহলের কালেকশন

বরুণ বাহলের ‘ইনার ব্লুম’ কালেকেশন গাছ এবং প্রাণী উভয়কেই হাইলাইট করেছে। তারুণ্য এবং মজার আকারে অত্যাশ্চর্য 3D ফুলের কাজ ব্র্যান্ডের সিগনেচার হস্তশিল্পের সূচিকর্ম প্রদর্শন করেছে।

 

 

 

 

বন্ধ করুন