গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার এবং 'বিগ বস OTT 2' বিজয়ী এলভিশ যাদব। রবিবার তাঁকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। সংবাদ সংস্থা ANI সূত্রে সামনে এসেছে এই খবর।আজ ই(রবিবার) এলভিশ যাদবকে আদালতে পেশ করা হবে বলে জানান নয়ডার DCP বিদ্যা সাগর মিশ্র।
কিন্তু কী কারণে কেন গ্রেফতার করা হল এলভিশ যাদবকে? জানা যাচ্ছে, সাপের বিষ ও বিষধর সাপ স্মাগল করার অভিযোগ ছিল বিগ এলভিশ যাদবের বিরুদ্ধে। সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে বস ওটিটি ২ বিজেতাকে।
নয়ডা পুলিশের উটিউবার এবং বিগ বস OTT 2 বিজয়ী এলভিশকে জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। অভিযোগ, রেভ পার্টিতে সাপের বিষ ব্যবহার করেছিলেন এলভিশ। নয়ডার সেক্টর 51-এ মানেকা গান্ধীর পিপল ফর অ্যানিম্যালস-এর স্টিং অপারেশনে, ইউটিউবার এলভিশ যাদব-সহ ছয় জনের বিরুদ্ধে একটা রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহের অভিযোগ উঠেছিল। তাঁদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সুরক্ষা) আইন এবং ভারতীয় দণ্ডবিধির ১২০এ ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র) মামলা দায়ের করা হয়। FIR-এ নাম থাকা বাকি পাঁচজনকে আগেই গ্রেফতার করা হয়েছে। তবে এলভিশ ১৭ ফেব্রুয়ারি, আজ রবিবার গ্রেফতার করা হল। এলভিশের বিরুদ্ধে অভিযোগ, সাপের বিষ নিয়ে বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত এলভিশ।
এর আগে নয়ডার সেক্টর ৫১- সেভরন ব্যাঙ্কোয়েটে রেড চালায় পুলিশ, উদ্ধার হয় ২০ মিলিলিটার সাপের বিষ-সহ নয়টি সংরক্ষিত সাপ। পরে রেভ পার্টি থেকে সংগ্রহ করা নমুনাগুলির ফরেনসিক রিপোর্ট সামনে আসে। সেই রিপোর্ট বলা হয় বিষগুলি আসলে কোবরা এবং কেউটে প্রজাতির সাপের বিষ।
যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করে ভিডিয়ো বার্তা শেয়ার করেছিলেন বিগ বস ওটিটি জয়ী। তবে গত বছর (২০২৩) ৮ নভেম্বরও জিজ্ঞাসাবাদ করা হয় এলভিশকে। পুলিশি জিজ্ঞাসাবাদে এলভিশ বলিউডের গায়ক ফাজিলপুরিয়ার নাম নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় দুটি সাপের সঙ্গে উঠে আসা তাঁর এক ভিডিও সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় ইউটিউবারকে।
এলভিস পুলিশকে জানিয়েছিলেন, ওই সাপগুলি বলিউড গায়ক ফাজিলপুরিয়া এনেছিলেন, তাই সাজিয়ে রাখা হয়েছিল। এদিকে ফাজিলপুরিয়া পরে দাবি করেন, আজ পর্যন্ত কোনও রেভ পার্টির সঙ্গে তাঁর সম্পর্ক নেই। তিনি জানান, সাপগুলি আসলে প্রযোজনা সংস্থার তরফে আনানো হয়েছিল। শুধুমাত্র মিউজিক ভিডিওর জন্য তিনি সাপগুলি আনার ব্যবস্থা করেছিলেন।