বাংলা নিউজ > বায়োস্কোপ > Elvish Yadav Arrest: বিগ বস OTT-2 জয়ী, ইউটিউবার এলভিশ যাদবকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

Elvish Yadav Arrest: বিগ বস OTT-2 জয়ী, ইউটিউবার এলভিশ যাদবকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

এলভিশ যাদব গ্রেফতার

সংবাদ সংস্থা ANI সূত্রে সামনে এসেছে এই খবর।আজ ই(রবিবার) এলভিশ যাদবকে আদালতে পেশ করা হবে বলে জানান নয়ডার DCP বিদ্যা সাগর মিশ্র।

গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার এবং 'বিগ বস OTT 2' বিজয়ী এলভিশ যাদব। রবিবার তাঁকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। সংবাদ সংস্থা ANI সূত্রে সামনে এসেছে এই খবর।আজ ই(রবিবার) এলভিশ যাদবকে আদালতে পেশ করা হবে বলে জানান নয়ডার DCP বিদ্যা সাগর মিশ্র।

কিন্তু কী কারণে কেন গ্রেফতার করা হল এলভিশ যাদবকে? জানা যাচ্ছে, সাপের বিষ ও বিষধর সাপ স্মাগল করার অভিযোগ ছিল বিগ এলভিশ যাদবের বিরুদ্ধে। সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে বস ওটিটি ২ বিজেতাকে।

নয়ডা পুলিশের উটিউবার এবং বিগ বস OTT 2 বিজয়ী এলভিশকে জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। অভিযোগ, রেভ পার্টিতে সাপের বিষ ব্যবহার করেছিলেন এলভিশ। নয়ডার সেক্টর 51-এ মানেকা গান্ধীর পিপল ফর অ্যানিম্যালস-এর স্টিং অপারেশনে, ইউটিউবার এলভিশ যাদব-সহ ছয় জনের বিরুদ্ধে একটা রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহের অভিযোগ উঠেছিল। তাঁদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সুরক্ষা) আইন এবং ভারতীয় দণ্ডবিধির ১২০এ ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র) মামলা দায়ের করা হয়। FIR-এ নাম থাকা বাকি পাঁচজনকে আগেই গ্রেফতার করা হয়েছে। তবে এলভিশ ১৭ ফেব্রুয়ারি, আজ রবিবার গ্রেফতার করা হল। এলভিশের বিরুদ্ধে অভিযোগ, সাপের বিষ নিয়ে বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত এলভিশ।

 এর আগে নয়ডার সেক্টর ৫১- সেভরন ব্যাঙ্কোয়েটে রেড চালায় পুলিশ, উদ্ধার হয় ২০ মিলিলিটার সাপের বিষ-সহ নয়টি সংরক্ষিত সাপ। পরে রেভ পার্টি থেকে সংগ্রহ করা নমুনাগুলির ফরেনসিক রিপোর্ট সামনে আসে। সেই রিপোর্ট বলা হয় বিষগুলি আসলে কোবরা এবং কেউটে প্রজাতির সাপের বিষ।

যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করে ভিডিয়ো বার্তা শেয়ার করেছিলেন বিগ বস ওটিটি জয়ী। তবে গত বছর (২০২৩) ৮ নভেম্বরও জিজ্ঞাসাবাদ করা হয় এলভিশকে। পুলিশি জিজ্ঞাসাবাদে এলভিশ বলিউডের গায়ক ফাজিলপুরিয়ার নাম নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় দুটি সাপের সঙ্গে উঠে আসা তাঁর এক ভিডিও সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় ইউটিউবারকে।

 এলভিস পুলিশকে জানিয়েছিলেন, ওই সাপগুলি বলিউড গায়ক ফাজিলপুরিয়া এনেছিলেন, তাই সাজিয়ে রাখা হয়েছিল। এদিকে ফাজিলপুরিয়া পরে দাবি করেন, আজ পর্যন্ত কোনও রেভ পার্টির সঙ্গে তাঁর সম্পর্ক নেই। তিনি জানান, সাপগুলি আসলে প্রযোজনা সংস্থার তরফে আনানো হয়েছিল। শুধুমাত্র মিউজিক ভিডিওর জন্য তিনি সাপগুলি আনার ব্যবস্থা করেছিলেন।

বায়োস্কোপ খবর

Latest News

'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’? ডাক্তারদের আমরণ অনশন, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করে সুদীপ্তা লিখলেন…! ‘তৃণমূলের পা ধর, মমতার পা ধর, ১টা বডি লোপাট করে শান্তি হয়নি?’, রোষের মুখে পুলিশ বোলাররা রাজত্ব করবে নাকি রানের ঝড় উঠবে? কেমন হচ্ছে পিচ? কী বললেন তৌহিদ হৃদয়?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.