বয়স সবে ১৬ মাস! ইতিমধ্যেই ইন্টারনেট সেনসেশন বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের একমাত্র কন্যা দেবী বসু সিং গ্রোভার। ২০২২ সালের নভেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দেন বিপাশা। তারপর থেকেই অভিনেত্রীর মেয়েকে নিয়ে কৌতুহল তুঙ্গে থেকেছে।
প্রথমদিকে দেবীকে একেবারেই লোকচক্ষুর আড়ালে রাখতেন এই তারকা দম্পতি। কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় দেবীর নানান ঝলক শেয়ার করে নেন বিপাশা। জন্মের পর এটা দেবীর দ্বিতীয় দোল। গত বছর তো এই সময় ঠিকভাবে হামা দিতেও শেখেনি একরত্তি। কিন্তু এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। হাঁটি হাঁট পা পাও চলছে পুরোদমে।
হোলির উদযাপনে বাবা-মা'কে সঙ্গ দিল দেবী। গালে আবির মাখাল, নিজের তুলতুলে নরম হাতে আবির নিয়ে মাখিয়ে দিল বাবা-মা'কে। এদিন বিপাশা, করণ ও দেবীকে পাওয়া গেল একদম ম্যাচিং টি-শার্টে। সাদা রঙা হাফ টি-শার্ট আর গোলাপি প্রিন্টেট শর্টস পরেছে খুদে। মাথায় ঝুঁটি বাঁধা। তাতে লাগানো পমপম রাবার ব্যান্ড।
করণ-বিপাশার টি-শার্টের পিছনে বড় বড় হরফে লেখা ‘পাপা’, ‘মাম্মা’। করণ শুধু আবির মেখেই ক্ষান্ত থাকেননি। বরের গায়ে বালতি ভর্তি জল ঢাললেন বিপাশা। এরপর করণের পিঠে চড়ে চলল ভালোবাসার বহিঃপ্রকাশ। বিপাশার চোখে এটাই তাঁর জীবনের সেরা হোলি।
মেয়ের জন্মের পর থেকে বিপাশার জীবন পরিপূর্ণ। তবে দেবী হওয়ার পর কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তারকা দম্পতিকে। দেবীর জন্মের তিন দিনের মাথায় অভিনেত্রী জানতে পারেন, তাঁর সন্তান ‘ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট’-এ ভুগছে। অর্থাৎ সদ্যজাত দেবীর হৃদযন্ত্রে ছিদ্র রয়েছে। কিন্তু হাল ছাড়েননি করণ-বিপাশা। তিন মাস বয়সে হতেই দেবীর ওপেন হার্ট সার্জারি করা হয়। এখন সম্পূর্ণ সুস্থ সে। মেয়ের অসুস্থতার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন বিপাশা। দেবীর ১ বছর পূর্ণ হওয়ার পর এই লড়াইয়ের কথা প্রকাশ্যে আনেন করণ-বিপাশা। করণের চোখে তাঁর মেয়ে সত্যিই ‘দেবী’।
কিছুদিন আগেই দেবীকে কোলে নিয়ে পাপারাৎজিদের মুখোমুখি হয়েছিলেন বিপাশা। দেবীর মা বাঙালি, বাবা পঞ্জাবি। তাই ঠিক কোন ভাষাটিকে আপন করে নিয়েছে বিপাশা কন্যা? জানতে চান কৌতুহলি সাংবাদিক। জবাবে বিপাশা বলেন, ‘আমার মেয়ে অনেক বাংলা শব্দ বলতে পারে, প্রচুর বাংলা শিখেছে’।