HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > Ram Navami: রাম নবমীর অশান্তির জের, অপর্ণা-কৌশিকদের উভজীবী তকমা দিয়ে পথে নামছেন বিজেপির প্রবুদ্ধরা

Ram Navami: রাম নবমীর অশান্তির জের, অপর্ণা-কৌশিকদের উভজীবী তকমা দিয়ে পথে নামছেন বিজেপির প্রবুদ্ধরা

Ram Navami: রাম নবমীকে কেন্দ্র করে অশান্তি, ঝামেলার সৃষ্টি হয়েছিল সেটার বিরোধিতা করেছিলেন বিদ্বজনরা। এবার তাঁদের বিরোধিতা করল বিজেপি। বিশ্ব হিন্দু পরিষদের তরফে প্রবুদ্ধদের পথে নামানোর কথা শোনা গেল।

অপর্ণা-কৌশিকদের উভজীবী তকমা দিয়ে পথে নামছে বিজেপি

মুখোমুখি বুদ্ধিজীবীরা। থুড়ি, মুখোমুখি ‘বিশিষ্ট’ এবং ‘প্রবুদ্ধ’। কিছুদিন আগেই রাম নবমীর অনুষ্ঠান এবং মিছিলকে কেন্দ্র করে হাওড়ায় অশান্তির সৃষ্টি হয়েছিল। সেটার বিরোধিতা করেছিল বাংলার বুদ্ধিজীবীদের একাংশ। তাঁরা যদিও কোনও দলে সমর্থক নন। বা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এই সমাজের অংশ হিসেবে ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন। প্রতিবাদ জানিয়েছিলেন। এবার তাঁদের বিরুদ্ধে বিজেপির তরফে তাদের বিশিষ্টজন তথা প্রবুদ্ধদের পথে নামানোর কথা ভাবা হচ্ছে। তাঁরা শীঘ্রই এই ইস্যুকে নিয়ে পথে নামতে চলেছেন।

রাম নবমীর অনুষ্ঠানকে ঘিরে রাজ্যের একাধিক জায়গায় বিছিন্নভাবে অশান্তি, ঝামেলার সৃষ্টি হয়েছিল। ৪ এপ্রিল এই ঘটনার প্রতিবাদে বাঙালি বুদ্ধিজীবীরা সরব হন। অপর্ণা সেন থেকে কৌশিক সেন, অনির্বাণ ভট্টাচার্যের মতো ব্যক্তিরা প্রকাশ্যে জানান যে এই রাজ্যে ধর্মীয় মেরুকরণ চলছে রাম নবমীর উদযাপনকে কেন্দ্র করে। তাঁরা বিবৃতি দিয়ে জানান যে গোটা ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।

এবার সেটার পাল্টা চাল দিতে মরিয়া আরএসএস। বিশ্ব হিন্দু পরিষদের তরফে আরএসএস সমর্থিত বিদ্বজনদের পথে নামানো হবে বলেই জানা গিয়েছে। এই মিছিল আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা মেট্রো চ্যানেল পর্যন্ত এই মিছিল চলবে। এই প্রবুদ্ধ মিছিলের নাম দেওয়া হয়েছে বঙ্গ বিবেক। এখান থেকে এদিন একটি দল রাজ্যপালের সঙ্গে দেখা করবে।

এদিনের গোটা কর্মসূচির বিষয়ে শচীন্দ্রনাথ সিং, বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা বলেন, 'সনাতন সমাজের উপরে যে আঘাত এসেছে, সেটার প্রতিবাদে আমরা প্রবুদ্ধদের, মানে যাঁদের সবাই ‘বুদ্ধিজীবী’ বলেন তাঁদের নিয়ে মিছিল করব।'

এর আগে অপর্ণা-কৌশিক-অনির্বাণরা তাঁদের সেই প্রকাশ্য বিবৃতিতে লিখেছিলেন, 'রামনবমী উদ্‌যাপন কেন্দ্র করে গত ৬ দিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক ক্রিয়াকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে, নাগরিক হিসাবে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন বোধ করছি। তীব্রভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।' যদিও তখনই তার পাল্টা উত্তর দিয়েছিল বিজেপি। বিজেপি সমর্থিত বিশিষ্টজনদের তরফে এদিন ধর্মীয় শোভাযাত্রার উপর হওয়া এই দুর্বৃত্ত হামলার তীব্র নিন্দা করা হয়। ডাক দেওয়া হয় সংবিধান রক্ষা করার। এঁদের মধ্যে ছিলেন রুদ্রনীল ঘোষ।

আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীল এই বিষয়ে জানিয়েছিলেন, 'খুবই খারাপ সময় চলছে। সংখ্যলঘু সমাজকে যখন শাসক ভুল বুঝিয়ে যাচ্ছিল, তখন যাঁরা নীরব ছিলেন, তাঁরাই সরব যখন সংখ্যালঘুরা ভুল বুঝতে পেরে বেরিয়ে আসতে চাইছেন। সংখ্যালঘু ভোট হারানোর ভয় যখন শাসকের ঘরে, তখন তথাকথিত বুদ্ধিজীবীরা বিভ্রান্তি ছড়াতে এসব বিবৃতি দিচ্ছেন।' তিনি এদিন বুদ্ধিজীবীদের উভজীবী বলে খোঁচা দেন। ধর্মীয় মিছিল এবং হামলা নিয়ে সরব হলেও তাঁরা কেন ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে চুপ থাকেন সেটা নিয়েও এদিন প্রশ্ন তোলেন রুদ্রনীল। জিজ্ঞেস করেন তাঁরা কেন চাকরি নিয়ে হওয়া দুর্নীতির সময় পথে নামেননি? তিনি তাই তাঁদের উদ্দেশ্যে বলেন, 'তাই এখন চুপ থাকুন। হয় সুখে-স্বাচ্ছন্দ্যে থাকুন, না হয় সব মানুষের হয়ে কথা বলুন।'

রুদ্রনীলের বক্তব্যের উত্তরে কৌশিক এদিন বলেন, 'আমাদের সমস্ত আলোচনাই হয় রাজনৈতিক নেতারা কে কী বললেন তার উপর। সেটা ঘটনাচক্রে রুদ্রনীল ঘোষ, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ বা শতরূপ ঘোষ, যে কোনও ঘোষই হোক না কেন!' অভিনেতার মতে ধর্মীয় মিটিং মিছিলের থেকে গুরুত্বপূর্ণ হল সমস্ত শিশুরা প্রয়োজনীয় খাবার যাচ্ছে কিনা, পুষ্টিকর খাবার পাচ্ছে কিনা ইত্যাদি নিয়ে চর্চা করা। তাঁর কথা অনুযায়ী, 'রামনবমী, হনুমান জয়ন্তী, ইদ বা বড়দিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষের খেতে পাওয়া। কিন্তু সেটা নিয়ে রাজনৈতিক দলগুলির আলোচনায় আগ্রহ নেই।' তিনিও এদিন কড়া ভাষায় রুদ্রনীলকে আক্রমণ শানিয়ে বলেন, 'রুদ্রনীল হয় বাংলা বোঝেন না নইলে স্রেফ দালালির জন্য বুঝতে চাইছেন না।'

ঋদ্ধি সেনও এদিন রুদ্রনীলের বিরুদ্ধে তোপ দেগে বলেন তাঁরা ভোট পরবর্তী হিংসার সময় সরব হয়েছিলেন। তিনি বলেন, 'সব প্রমাণ রয়েছে। সেগুলো দেখানোই যায়। বর্তমান সরকারের অনেক বিষয়ে নিয়েই আমরা সরব হয়েছি। আসলে ওঁরা বলতে হয় তাই বলছেন।'

অনির্বাণ ভট্টাচার্য রুদ্রনীলের প্রসঙ্গে আক্রমণাত্মক না হয়ে সাফ জানান তিনি কখনও কোনও সরকারি সুবিধা নেননি। তিনি জানান তিনি টেট দুর্নীতি নিয়েও কথা বলেছেন। তাঁর মতে, 'সব বিষয়ে ধারাবাহিক ভাবে কথা বলা সম্ভব নয়। তবে আমার মনে হয় অনেক বিষয়েই কথা বলা হয়েছে।'

বায়োস্কোপ খবর

Latest News

সৌমিত্রের দলকে গোহারান হারিয়েছিলেন! জন্মদিনে রইল সত্যজিতের ক্রিকেটপ্রেমের গল্প 'ওর কোনও দোষ নেই', T20 বিশ্বকাপে রিঙ্কুকে না রাখার আসল কারণ ফাঁস করলেন রোহিতরা '৩০০ পার অসম্ভব' বিজেপির ৪০০ পার নিয়ে জোর ঠাট্টা করলেন শশী থারুর 'মাধ্যমিকে সেকেন্ড ডিভিশনে পাশ করি', পর্দার ডাঃ সূর্য কলেজের গণ্ডি পার করেননি! কংগ্রেসের সমালোচনা করলেই পরীক্ষায় 'পুরো নম্বর', বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ ‘‌শুভেন্দুর থেকে শেখা উচিত’‌, দলের নেতার বিরুদ্ধে বিদ্রোহ চরমে তুললেন কুণাল জলের খোঁজে নাকা পয়েন্টে তল্লাশি চালাল রামলাল, আতঙ্কে তটস্থ খোদ পুলিশ, তারপর… বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গঙ্গাভাঙনে উদ্বাস্তু পরিবারের ৪০টি বাড়ি, মৃত্যু মহিলার ‘সিংঘম এগেইন’-এর সেটে ভক্তের থেকে সারপ্রাইজ পেলেন দীপিকা, জানেন কী ছিল সেই গিফট ৪০০জন মহিলাকে ধর্ষণ করেছে রেভান্না, মোদীর ক্ষমা চাওয়া দরকার, সরব রাহুল

Latest IPL News

KKR-এর জন্য বড় ধাক্কা! দেশে ফিরলেন নাইটদের তারকা বিদেশি ক্রিকেটার LSG-র কাছে ম্যাচ হেরেও মন জিতলেন বুমরাহ! খুদে ভক্তের হাতে তুলে দিলেন বিশেষ উপহার কেরল থেকে উঠে এসে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন…কেন একথা বললেন সঞ্জু স্যামসন? আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের বিশ্বকাপের দলে চার স্পিনার,আগেই হেরে বসে আছে ভারত…দাবি অস্ট্রেলিয়ান তারকার IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজায় চটেছেন প্রাক্তন সতীর্থ পক্ষপাতদুষ্ট ভারতীয় নির্বাচকরা, গিলকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ বিশ্বকাপজয়ী তারকার IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- LSG ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.