‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয়ের পর ফের একবার লাইমলাইটে ববি দেওল। অভিনেতা পুত্র আর্যমানও সকলের দৃষ্টি আকর্ষণ করছে। ‘গদর ২’-এর সাক্সেস পার্টি থেকে রণবীর কাপুর এবং বাবার সিনেমার মিউজিক লঞ্চে যোগ দিয়েছেন ববি পুত্র। সুদর্শন আর্যমান লাইমলাইটে এসেছেন।
ইতিমধ্যেই সানি দেওলের দুই ছেলে করণ এবং রাজবীর পা রেখে ফেলেছে বলিউডে। বাবার পদাঙ্ক অনুসরণ করে কী বলিউডে পা রাখবে ববির দুই পুত্র আর্যমান এবং ধরম, সম্প্রতি সেই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। এ প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, তাঁর ছেলেরাও বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখবে। তবে এখনও তাঁরা বয়সে অনেক ছোট। তাঁর বড় ছেলের বয়স ২২ বছর আর ছোট ছেলের বয়স ১৯ বছর। ববির কথায়, ‘আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ওরা ইন্ডাস্ট্রিতে পা রাখবে’। আরও পড়ুন: আসন্ন সিনেমা পুরাতনের অপেক্ষায় ঋতুপর্ণা, শর্মিলা ঠাকুরের জন্মদিনে বিশেষ পোস্ট টলি নায়িকার
কিন্তু দুই ছেলে আর্যমান এবং ধর্মের বলিউডে পা রাখার বিষয়ে কী কোনও প্ল্যান রয়েছে? এ প্রসঙ্গে ববির সাফ মন্তব্য এখনও তাঁদের কোনও প্ল্যান নেই। শুধু জানিয়েছেন, তিনি চান আর্যমান নিজের উপর কাজ করুক এবং ট্রেনিং নিক, আরও পরিশ্রম করুক।
অভিনেতার কথায়, ‘ও সদ্য NYU থেকে অনার্স নিয়ে গ্র্যাজুয়েট হয়েছে। ও এমন একটা ছেলে যে একাগ্রতা এবং পরিশ্রমী। দুই ছেলের আলাদা আলাদা গুণ রয়েছে। কোভিডের সময় আমার ছোট ছেলে নিজে নিজেই ফিল্ম মেকিং করেছে। আমার ইনস্টাগ্রামে যে সব ছবিগুলি দেখতে পান, বেশিরভাগই ওর তোলা। ও সিনেমা তৈরি থেকে এডিটিং, ব্যাকগ্রাউন্ড এবং ভিজ্যুয়াল এগুলো করে। আমরা কোনও সিনেমা দেখতে বসলে ও টেকনিক্যাল দিকগুলি খেয়াল করে। আমার মনে হয় ঠিক আছে। ওই দিকগুলো আমি সড়গড় নই। ব্যাপারটা এমনই। প্রত্যেক মানুষ সমান হয় না, তাঁদের ভবিষ্যত তাদের গড়তে দাও। আমি এখনই কিছু বলতে পারছি না। আমি শুধু ওদের খুশি আর সাক্সেসফুল দেখতে চাই’।