সম্প্রতি মুম্বইয়ে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানের সন্ধা ছিল তারকা খচিত। শাহরুখ খান, রানি মুখোপাধ্য়ায়, নয়নতারা এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা এ দিন ধরা পড়েন একফ্রেমে। শাহরুখ খানের এক ফ্য়ান পেজ থেকে ভাইরাল হয়েছে সেই ছবি।
জওয়ানের জন্য ‘সেরা অভিনেতা’র পুরস্কার পেয়েছেন শাহরুখ। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’ হয়েছেন রানি। এসআরকে-এর জওয়ান সহ-অভিনেত্রী তথা সুপারস্টার নায়িকা নয়নতারা ‘মোস্ট ভার্সেটাইল অ্যাকট্রেস’ হিসেবে পুরস্কৃত হয়েছেন। অ্যানিম্যাল ছবির জন্য পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ‘সেরা পরিচালকে’র পুরস্কার জিতেছেন। আরও পড়ুন: রকুল-জ্যাকির বিয়ের অ্যাটায়ার বানালেন কে? এই পোশাকে একটি মজার ব্যাপারও আছে
শাহরুখের ফ্য়ানক্লাবের তরফে শেয়ার করা ছবির ক্য়াপশনে লেখা, ‘শাহরুখ খান, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রানি মুখোপাধ্য়ায় এবং নয়নতারা দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক পুরস্কার ২০২৪-এ স্পটলাইট কেড়েছেন’। আরও পড়ুন: মায়ের সঙ্গে প্রথমবার হাইকিংয়ে কোথায়? প্রিয়াঙ্কার সঙ্গে কেমন সময় কাটল খুদে মালতীর
শাহরুখের জওয়ান এবং রণবীর কাপুরের অ্যানিম্যাল সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে এ দিন। সেরা অভিনেতা হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কৃত হয়েছেন শাহরুখ খান। এ দিন কালো স্যুট পরে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেছেন অভিনেতা। পুরস্কার গ্রহণ করে কেমন অনুভূতি, সেই নিয়েও কথা বলেছেন শাহরুখ। মজার মন্তব্য, আর মিষ্টি হাসি দিয়েও এ দিন সকলের মন জয় করেছেন এসআরকে।
শাহরুখের কথায়, ‘অনেকদিন সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাইনি। তাই মনে হচ্ছিল, যেন আর পাবই না। খুব খুশি হয়েছি। আমি পুরস্কার পেতে খুব ভালোবাসি। আমি লোভী। কিন্তু আমার থেকেও বিনোদ চোপড়ার বেশি ভালো লাগবে। আমরা ভাগ করে নেব। আমি কৃতজ্ঞ যেসব কাজ আমি করে এসেছি মানুষ সেগুলি মনে রেখেছে। একজন শিল্পীর কাজে শুধুমাত্র কাজটা গুরুত্বপূর্ণ হয়, আশেপাশের মানুষ সেটাকে যেভাবে দেখছে সেটাও জরুরি। তারমধ্যে রয়েছে- অ্যাটলি স্যার, নয়নতারা জি, বিজয় সেতুপতি, আর নাম নিচ্ছি না আগেই সকলের নাম নিয়েছি। কিন্তু সকলের থেকে সাহায্য পেয়েছি। প্রতিজ্ঞা করছি যত দিন পারব আরও বেশি পরিশ্রম করব, আর দেশবাসীকে আরও বিনোদন যোগাব আর যারা বিদেশে রয়েছেন তাঁদেরও। যদি আমায় পড়তে হয়, উড়তে হয়, নাচ বা রোম্যান্স করতে হয়, ভালো-মন্দ সব ভাবে অভিনয় করতে হয় সবটাই করব’।
রেড কার্পেটে রানির সঙ্গে দুর্দান্ত বন্ডিং ধরা পড়ে শাহরুখের। দুজনে পাপারাৎজ্জির সমানে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তোলেন এ দিন।