বাংলা নিউজ > বায়োস্কোপ > Bipasha-Devi: মায়ের আঙুল মুঠোয় আগলে রয়েছে একরত্তি দেবী! মেয়ের নতুন ছবি পোস্ট করলেন বিপাশা

Bipasha-Devi: মায়ের আঙুল মুঠোয় আগলে রয়েছে একরত্তি দেবী! মেয়ের নতুন ছবি পোস্ট করলেন বিপাশা

মেয়ের নতুন ঝলক শেয়ার করলেন বিপাশা

Bipasha-Karan baby girl: মাতৃত্বের স্বাদ চেটেপুটে নিচ্ছেন বিপাশা। মেয়ে দেবীর নতুন ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নায়িকা। 

মেয়ের বয়স এখন সবে ২০ দিন। দেবীর মিষ্টি ঝলক দেখেই গোটা দিন কাটছে বিপাশার, মেয়েকে সামালতে রাতের ঘুম বিসর্জন দিয়েছেন তবু ক্লান্তি নেই শরীরে! থাকেই বা কী করে, এখন বিপাশার জীবনের একমাত্র ‘সূর্যের কিরণ’ তার সন্তান। জীবনের এই নতুন অধ্যায় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বলিপাড়ার এই ইয়াম্মি মাম্মি।

গত মাসের ১২ তারিখ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দেন এই বঙ্গসুন্দরী। তারপর থেকেই করণ-বিপাশার মেয়ের একরত্তির ঝলক দেখে উদগ্রীব অনুরাগীরা। তবে এখনই মেয়েকে সোশ্যাল মিডিয়ায় নজরে আনতে চান না বিপাশা। তাই মেয়ের মুখ স্টিকার দিয়ে ঢেকেছিলেন, তবে মেয়ের ঝলক সময়ে সময়ে ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন বিপাশা।

বৃহস্পতিবার মেয়ের খুদে হাতের ঝলক সামনে আনেন বিপাশা। ঘন নীল পোশাক পরে শুয়ে আছে দেবী। আর যেমনটা সদ্যজাত বাচ্চারা করে থাকে, হাতের মুঠোয় মায়ের বুড়ো আঙুল ধরে রেখেছে দেবী সিং গ্রোভার বসু। এই ছবির ব্র্যাকগ্রাউন্ডে ক্রিস্টান পেরির একটি গান শেয়ার করেছেন বিপস, ‘ইউ আর মাই সানসাইন’। এই মিষ্টি ঝলক দেখলে মন গলে যাবে!

মায়ের আঙুল শক্ত করে ধরে রয়েছে দেবী
মায়ের আঙুল শক্ত করে ধরে রয়েছে দেবী

গত অগস্ট মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শিলমোহর দিয়েছিলেন ৪৩ বছর বয়সী অভিনেত্রী। আর নভেম্বরেই করণ-বিপাশার ঘরে আসে লক্ষ্মী। মেয়ের প্রথম ঝলক শেয়ার করে ইনস্টাগ্রামে দেবী তৈরির ‘রেসিপি’ ভাগ করে নিয়েছিলেন বিপাশা। অভিনেত্রী লেখেন, তাঁরা তিলে তিলে দেবীকে গড়েছেন। করণ আর বিপাশা নিজেদের সিকি কাপ করে বিলিয়ে দিয়েছেন। সঙ্গে মিশিয়েছেন আধ কাপ মায়ের (পড়ুন দেবী মায়ের) ভালবাসা আর আশীর্বাদ। এই দুই উপকরণ ভাল করে মিশে যেতেই তার মধ্যে ছুঁইয়ে দিয়েছেন জাদুকাঠি! আর উপরে টপিংস হিসাবে ছড়িয়েছেন কয়েক ফোঁটা রামধনুর রং, দেবদূতের ধুলোকণা এবং ইউনিকর্নের চমক। এক্কেবারে শেষে তাকে সাজিয়ে নিয়েছেন সৌন্দর্য দিয়ে।

বন্ধ করুন