বলিউডে ফের বাজবে ব্যান্ড-বাজা-বারাত। এবার সুদূর ডেনমার্ক থেকে দুলহানিয়াকে নিয়ে যেতে আসছে ‘দুলহে রাজা’! বলিপাড়ার জোর জল্পনা এই মার্চেই দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে সাত পাক ঘুরেন তাপসী পান্নু। শাহরুখের ‘ডানকি’ নায়িকা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না। তাই বিয়ের জল্পনা নিয়েও প্যাঁচালো জবাব দিয়েছেন তিনি। আরও পড়ুন-১০ বছরের প্রেম, শিখ ও খ্রিস্টান রীতিতে মার্চেই ডেস্টিনেশন বিয়ে সারছেন তাপসী, পাত্রকে চেনেন?
কিন্তু বিয়ের গুঞ্জনের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তাপসী। অলিম্পিকে রুপো জয়ী ডেনমার্কের শাটলার ম্যাথিয়াস বোয়ের সঙ্গে দীর্ঘ এক দশকের সম্পর্ক তাপসী। এখন তো ভারতের সঙ্গে নিবিড় যোগ তাপসীর হবু বরের। ভারতের ব্যাডমিন্টন ডবলস দলের কোচ তিনি। সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টিদের কোচের গলাতেই বরমালা পরাবেন তাপসী।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক নিয়ে দেখনদারি নেই দুজনের। কোনওদিন নিজেদের ভালো বন্ধু বলে পরিচয় দেননি, স্বীকার করে নিয়েছেন সম্পর্কে থাকার কথা। তবে পিডিএ একদম না-পসন্দ। বিয়ের খবরের সত্যতা নিয়ে জানতে চাওয়া হলে নায়িকার সাফ কথা, ‘আমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা পছন্দ করি না, আজও করতে চাই না’।
তবে বুধবার ইনস্টাগ্রামের দেওয়ালে তাপসীর বড়সড় ইঙ্গিত দিলেন বিয়ে নিয়ে। বিয়ের গায়ে শরীর চর্চায় ব্যস্ত নায়িকা। এরিয়াল যোগায় ব্যস্ত অভিনেত্রী। সেখানে এরিয়াল সিল্কে ঝুলে রয়েছেন তাপসী। মাথা নীচের দিকে, ক্যাপশনে লেখা- ‘Bow-ing Down’। যেভাবে শব্দটি ভেঙে ‘বো’ শব্দটিকে হাইলাইট করেছেন তাপসী, তাতে অনেকের মন্তব্য এইভাবেই সুখবরে সিলমোহর দিলেন নায়িকা।
জানা যাচ্ছে, তাপসী তাঁর বিয়েতে বলিউডের বন্ধুদের আমন্ত্রণ জানাবেন না। শুধুমাত্র দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারবেন সাদামাটা ভাবে। ট্রেন্ডে গা ভাসিয়ে ডেস্টিনেশন ওয়েডিং-সারবেন তাপসী। প্রিয়াঙ্কা, ক্যাটরিনাদের মতো তাপসীও রাজস্থানেই দুলহানিয়া সাজবেন। মার্চের শেষে উদয়পুরে বসবে বিয়ের আসর। শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে তাঁর হবু বর ক্যাথলিক। তাই শিখ ও খ্রিস্টান দুই রীতিতেই হবে বিয়ের অনুষ্ঠান, জানাচ্ছে এনডিটিভির ঘনিষ্ঠ সূত্র।
বহু বছর আগে খেলার মাঠেই প্রথম আলাপ দুজনের। তখন দক্ষিণী ছবির পরিচিত মুখ তাপসী সবে বলিউডে পা রেখেছেন। ম্যাচ দেখতে হাজির ছিলেন তাপসী। এরপর টুইটারে জমে বন্ধুত্ব, ধীরে ধীরে তা গড়ায় প্রেমে।
গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে সম্পর্কে তাপসী জানান, ‘আমার সমসাময়িক যে সব অভিনেতা-অভিনেত্রীরা বিয়ে করছে, মা-বাবা হচ্ছে তাঁরা সকলেই তাঁদের জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছে আমি যে মানুষটাকে ডেট করছি আমি তাঁর প্রেমে পড়ার অনেক পরে…. সত্যি অনেকদিন হল। তবে ভালো ব্যাপার হল আজও আমি সেই মানুষটার সঙ্গেই সম্পর্কে আছি। সত্যি বলতে আমি কিন্তু এই সম্পর্কটা স্বীকার করতে কোনওদিন পিছপা হইনি, কেরিয়ারের একদম গোড়ার দিকে আমি প্রেমে পড়েছিলাম। তবে আমি চাইনি আমার প্রেমজীবন নিয়ে চর্চা হোক’।