বাংলা নিউজ > বায়োস্কোপ > Brahmastra Beats The Kashmir Files: হেরে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’, ২০২২-এর সবচেয়ে বেশি উপার্জিত ছবি এখন ‘ব্রহ্মাস্ত্র’

Brahmastra Beats The Kashmir Files: হেরে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’, ২০২২-এর সবচেয়ে বেশি উপার্জিত ছবি এখন ‘ব্রহ্মাস্ত্র’

কাশ্মীর ফাইলসকে হারিয়ে ২০২২ সালের সবচেয়ে উপার্জিত ছবি ব্রহ্মাস্ত্র। 

‘ব্রহ্মাস্ত্র’-র টিকিট বিক্রি বাড়ল ৫০ শতাংশ, ২০২২ সালের সর্বাধিক উপার্জিত ছবি

‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’র বক্স অফিস রিপোর্ট ফিরল ট্র্যাকে। চারদিন ভালো ব্যবসা করার পর কিছুটা ঝিমিয়েই গিয়েছিল ছবিখানা। তবে দ্বিতীয় উইকেন্ডে হাল ফিরেছে ছবির। ১৭ সেপ্টেম্বর, দ্বিতীয় শনিবারে ভারতের সিনেমা হলে ৫০ শতাংশ গ্রোথ হয়েছে এটির। সঙ্গে আন্তর্জাতিক আয় মিলিয়ে মোট যে রোজগার হয়েছে ছবি থেকে তার ফলে এটি হয়ে গিয়েছে চলতি বছরের সবচেয়ে উপার্জিত হিন্দি সিনেমা। 

ট্রেড সোর্সের খবর অনুসারে অয়ন মুখোপাধ্যায়ের এই সিনেমা যাতে মুখ্য চরিত্রে আছেন আলিয়া ভাট আর রণবীর কাপুর তা গতকাল শনিবার আয় করেছে ১৫-১৬ কোটি। যেখানে তার আগে শুক্রবার আয় ছিল ১০.৫ কোটির মতো, বৃহস্পতিবার ৯ কোটি। সব মিলিয়ে ভারতে মোট ২০০ কোটি আয় করে ফেলেছে সাই-ফাই থ্রিলার। আর দেশের বাইরের আয় মিলিয়ে এই সংখ্যা ৩৫০ কোটি। এর থেকে প্রমাণিত হচ্ছে এটি ছাড়িয়ে গেল চলতি বছরের আরেক চর্চিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’কে। ছবির আয় ছিল ৩৪০ কোটি। আরও পড়ুন: ছেলের থেকে মোদী ভালো, দাবি অনুপম খেরের মায়ের, চান দেখা করতে! মন্তব্য কঙ্গনার

তবে দেশের আয়ের ভিত্তিতে এখনও কিন্তু দু' নম্বরে রয়েছে ব্রহ্মাস্ত্র। ছাড়িয়ে গিয়েছে ভুল ভুলাইয়া ২-র আয় ১৮৫ কোটিকে। তবে এখনও সেই হিসেবে পয়লা নম্বরে রয়েছে দ্য কাশ্মীর ফাইলস। দেশে সেই ছবির আয় ছিল ২৫২ কোটি। এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, এই সিনেমা বানানোর বাজেট ছিল মাত্র ১৫ কোটি। অর্থাৎ লাভের অঙ্কে এটি ব্রহ্মাস্ত্রের থেকে অনেক অনেক গুণ এগিয়ে। আরও পড়ুন: স্কুলে ‘দাদি কি বেটি’ বলে কটাক্ষ করা হয় ছেলে-মেয়েকে, শুনে কেঁদে ফেললেন আলি আসগর

তবে বাজেটের হিসেবে দেখতে গেলে এখনও কিন্তু হিট বলা যায় না ‘ব্রহ্মাস্ত্র’কে। কারণ সিনেমা বানাতে যে ৪৫০ কোটি খরচ হয়েছে সেটাই এখনও ঘরে ঢোকেনি। সঙ্গে পারিপার্শ্বিক খরচ তো আছেই। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের তরফে যতই লাফালাফি করা হোক না কেন, ফ্লপ হওয়ার আশঙ্কা কিন্তু এখনও রয়েছে। 

 

বন্ধ করুন