অসুস্থ কিংবদন্তী বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। জানা যাচ্ছে, এই মুহূর্তে লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে রয়েছেন তিনি। সর্দি, কাশি, জ্বর রয়েছে সত্যজিতের 'চারুলতা'র। কিন্তু কীভাবে এতটা অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী?
জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকায় মৃণাল সেনের ১০০তম জন্মদিনের আয়োজন করা হয়। সেখানকার একটি ক্লাব কিংবদন্তি পরিচালকের ১০০তম জন্মদিন উপলক্ষ্যে এই স্মরণসভার আয়োজন করে। যদিও সেই অনুষ্ঠানে প্রথমে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মিঠুন শেষপর্যন্ত না আসতে পারায় মাধবী মুখোপাধ্যায়কে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলেও শোনা গিয়েছিল। যদিও আপাতত তিনি মেয়ের বাড়িতে রয়েছেন।
এবিষয়ে টিভি নাইন বাংলাকে মাধবী মুখোপাধ্যায় বলেন, ‘মৃণাল সেনের ১০০ বছরের জন্মদিনের অনুষ্ঠান। আমি তাই না করতে পারিনি। ওরাঁ মানিকদাকে নিয়েও একটা অনুষ্ঠান করেছিল, মিঠুনের আসার কথা ছিল। ও আসতে পারেনি বলে আমি যাই। কিন্তু কী অবস্থা দেখুন না, ওখানে গিয়েই আমি খুব অসুস্থ হয়ে পড়ি।’
বর্ষীয়ান মাধবী মুখোপাধ্যায় বলেন, ‘যে অনুষ্ঠানটি হয়েছিল, সেটা খোলা মাঠের মধ্যে হয়েছিল। মাথার উপর ছাওনি নেই, খোলা মাঠে হুহু করে ঠাণ্ডা হাওয়া বইছে। আর আমার তো বয়স হয়েছে। শরীর খারাপ হয়ে যায় মুহূর্তে। খুবই অসুস্থ হয়ে পড়ি।’
এদিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শ্যুটিং বাতিল হয়েছে মাধবীর। একটা বাংলা ছবির শ্যুটিং করার কথা ছিল তাঁর। এবিষয়ে অভিনেত্রী জানান, ‘ওদের না বলে দিলাম, এই অসুস্থতা নিয়ে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা শ্য়ুটিং করব বলুন!’
প্রসঙ্গত, গত বছরও একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সেবার টানা ২৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন মাধবী। সেবারও দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। সেসময় জানা গিয়েছেল, ভ্যাসকুলাইটিসে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী। পায়ের চামড়ায় সংক্রমণের জন্য শুরুতে জেনারেল ওয়ার্ডে রাখা হলেও পরে অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয়। পরে অবশ্য তিনি ধীরে ধীরে দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
প্রসঙ্গত, মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে পা রাখেন মাধবী মুখোপাধ্যায়। শিশির ভাদুড়ির সঙ্গে প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী ও ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে অভিনয়ের দীক্ষা পেয়েছেন এই কিংবদন্তি। পরবর্তীতে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে বহু ছবিতে কাজ করেছেন তিনি। তবে বিশ্ব চলচ্চিত্র তাঁকে সবচেয়ে বেশি মনে করেছে সত্যজিৎ-এর 'চারুলতা' হিসাবেই। এছাড়াও '২২শে শ্রাবণ', ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’র মতো অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে হয়ে উঠেছেন কিংবদন্তি।