খেলনা বাড়ি-র গুগলি এবার স্টার জলসার চিনি! নতুন বছরে জলসার নতুন চমক রহস্য আর রোমাঞ্চে মোড়া ধারাবাহিক ‘চিনি’। নামে মিষ্টতা থাকলেও সাহানা দত্তের নতুন এই গল্পে কিন্তু অনেক রহস্যের মায়াজাল থাকছে। শনিবার সংবাদমাধ্য়মের মুখোমুখি হলেন ‘চিনি’ ইন্দ্রাণী ভট্টাচার্য ও তাঁর নায়ক সোমরাজ মাইতি।
চিনি প্রযোজনা করছে মিসিং স্ক্রু প্রোডাকশন। রায়চৌধুরী বাড়ির ছেলে দ্রোণ আর তাঁদের ড্রাইভারের মেয়ে চিনির প্রেমকে ঘিরেই এগোবে মেগা। হাসিমুখে ইন্দ্রাণী জানালেন, ‘চিনি আর ইন্দ্রাণী দুজনে খুব একটা আলাদা নয়। চিনি আর ইন্দ্রাণী আসলে একই মানুষ। রিয়েল লাইফেও আমি খুব চঞ্চল একজন মানুষ। তাই আমাকে চাপ নিতে হচ্ছে না।’ প্রাণোচ্ছ্বল চিনির বিপরীতে থাকা দ্রোণ একদম ধীর-স্থির। অন্তত ঝলকে তেমনটাই ওঠে এসেছে। সিরিয়ালের গল্প ভাঙতে না-রাজ সোমরাজ। ‘জিয়নকাঠি’র পর এই সিরিয়ালের সাথেই ছোটপর্দায় ফিরছেন সোমরাজ মাইতি। তাঁর কথায়, ‘সদ্য শুরু হয়েছে শ্যুটিং। পরস্পরকে (ইন্দ্রাণীকে) ডিসকভার করা এখনও বাকি। অনেক দিন পর আমি টেলিভিশনে কাজ করছি। অন্য ফর্ম্যাটের চেয়ে এটা অনেক বেশি শক্ত। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মজবুত হাত দরকার। খুব পরিশ্রম করতে হয়। এটা তো ১০-১২ দিনের কাজ নয়। ৩৬৫ দিনের কাজ।’
নিজের লুক প্রসঙ্গে বলতে গিয়ে ইন্দ্রাণী কথা বলার আগেই মাইক ছিনিয়ে নিলেন সোমরাজ। বললেন, ‘নর্ম্যালি টেলিভিশনে হিরোইনদের রেডি হতে ২ ঘন্টা সময় লাগে। এখানে মাত্র ১৫ মিনিট লাগছে ওর, সবার আগে ও তৈরি হয়ে যাচ্ছে। লজিসটিক্যালি একদম সর্টেড'। ইন্দ্রাণী নিজেও সাজতে ভালোবাসেন না, গয়না-শাড়িতে সাজানো না-পসন্দ তাঁর। তাই চিনির লুক নিয়ে বেজায় খুশি অভিনেত্রী।
এর আগে জলসার পর্দায় সুপার-ন্যাচল্যার শো ‘পঞ্চমী’ নিয়ে এসেছেন সাহানা দত্ত। তবে সেভাবে সাড়া ফেলেনি তাঁর শেষ শো। নতুন আশা নিয়ে বুক বাঁধছেন তিন। মিডিয়াকে বললেন,'এটা সত্যি কথা আজকাল আমরা দর্শক দ্বারা বড্ড বেশি গাইডেড। অনেক সময় আমরা অন্য গল্প বলতে চাইছি, কিন্তু চাহিদা অনুসারে গল্প ঘোরাতে হয়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে রোজ ফিডব্যাক চলে আসে, এটা এইরকম হলে ভালো হত, ওটা ওরকম হলে ভালো হত। তখন লেখকদের সেই মতো গল্প ঘোরতে হয়। কিন্তু এটা তো থ্রিলার। তাই আগে এই কাজ হয়ে গেছে, তেমনটা কেউ বলতে পারবে না। আমি নিজের মতো করেই গল্পটা এগিয়ে নিয়ে যাব। এক্সপেরিমেন্ট করছি, সেটা ফেলও হতে পারে'।
পরাবাস্তব বা অলৌকিকতার চাহিদা ছোটপর্দায় বরাবরের। সাহানা দত্তর ‘পঞ্চমী’তে ছিল নাগিন আর পুর্নজন্মের গল্প। বর্তমানে ‘আলোর কোলে’ বা ‘তুমি আশে পাশে থাকলে’র মতো মেগা ধারাবাহিক চলছে, যার কেন্দ্রে রয়েছে অলৌকিকতা। রহস্য-রোমাঞ্চে মোড়া চিনি কতটা প্রভাব ফেলবে দর্শক মনে, সেটাই এখন দেখার। ১২ই জানুয়ারি থেকে রাত সাড়ে ১০টায় সম্প্রচারিত হবে এই মেগা সিরিয়াল।