প্রেমিকা ত্রিবেনী বর্মনকে বিয়ে করলেন কোরিওগ্রাফার তুষার কালিয়া। নিজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নিয়েছেন ‘খতরো কে খিলাড়ি ১২’-র বিজেতা।
1/5২০২২ সালে মডেল ত্রিবেনী বর্মনের সঙ্গে এনগেজমেন্ট করেছিলেন তুষার কালিয়া। ২০২৩ সালে ১৭ জানুয়ারি অবশেষে বাঁধলেন গাঁটছড়া। তাঁদের আনন্দ অনুষ্ঠানের একাধিক ছবি-ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
2/5সাদা কুর্তা পায়জামা এবং ম্যাচিং শেরওয়ানিতে দেখা মিলল তুষারের। আর কনের পরনে ছিল লাল লেহেঙ্গা। বিয়ের পরের ছবি শেয়ার করে ক্যাপশনে তুষার লিখলেন, ‘ধন্য’। সঙ্গে লাল হার্টের ইমোজি।
3/5বিয়ের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে হাঁটু গেড়ে বসে বরমালা পরছেন ত্রিবেনী। পিছনে আতসবাজির মেলা, দুজনকে জমিয়ে নাচতেও দেখা গিয়েছে সব ভিডিয়োতে।
4/5গায়ে হলুদের সময়তেও হলুদে সেজেছিলেন তুষার আর ত্রিবেনী। হলুদ কুর্তা পরেছিলেন তুষার। ত্রিবেনীর কানে বড় ঝুমকা। ফুলের সাজ। পরিবার ও বন্ধুদের সঙ্গে নিজেদের এই বিশেষ দিন জমিয়ে উপভোগ করেছেন তা
5/5সংগীতে কালো পোশাক ছিল তুষারের, আর ত্রবেনীর রুপোলি রঙের গাউন। নাচ করার সময় চুমুও খান। ভালোবাসার আবেশে ঠোঁট বসান একে-অপরের ঠোঁটে।