টিভির সবচেয়ে জনপ্রিয় স্টান্ট রিয়েলিটি শো 'খতরো কে খিলাড়ি ১২'-এর ফলাফল প্রকাশিত হল রবিবার। ফাইনালে পৌঁছেছিলেন রুবিনা দিলায়েক, তুষার কালিয়া, মোহিত মালিক, ফয়জল শেখ, জন্নত জুবায়ের। তবে সিজন জিতে নিলেন তুষার। খুব সামান্য ব্যবধানে মোহিত আর ফয়জলকে হারান তিনি। ট্রফি ছাড়াও জিতে নিলেন ২০ লাখ টাকা ও একটি মারুতি সুইফট গাড়ি।
তুষার কালিয়া পেশায় একজন মডেল, কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী এবং স্টেজ ডিরেক্টর। তাঁর বয়স ৩৬ বছর এবং তিনি চণ্ডীগড় থেকে এসেছেন৷ তুষারের প্রথম প্রেম নাচ এবং এর আগেও তিনি ডান্স রিয়েলিটি শো 'ঝলক দিখলা জা'-এর ষষ্ঠ ও সপ্তম সিজনে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। এখান থেকেই তুষারের কেরিয়ার শুরু হয় এবং মানুষ তাঁকে চিনতে শুরু করে। তুষার কালিয়া বলিউড সিনেমা 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এও কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। আরও পড়ুন: ‘এবার জামার সঙ্গেও কথা বলছে’, শাহরুখের খালি গায়ের ছবি নিয়ে মস্করা করলেন গৌরী
এবারে কেপটাউনে হয়েছিল খতরো কে খিলাড়ির শ্যুট। আর সেখানে যাওয়ার আগে তুষার জানিয়েছিলেন, রোহিত শেট্টির এই শো খুব পছন্দ তুষারের। সঙ্গে জানিয়েছিলেন তিনি বেশ নার্ভাসও। আরও পড়ুন: বিয়ের ৮ মাসের মাথায় মেয়ের বাবা হলেন সুলতান-এর পরিচালক, বললেন ‘আল্লার সেরা উপহার’
তবে খতরো কে খিলারি শেষ হলেও মন খারাপ করার কিছু নেই। কারণ পরের সপ্তাহ অর্থাৎ ১ অক্টোবর থেকেই আসছে বিগ বস। ইতিমধ্যেই বেশ কিছু নাম সামনে এসেছে প্রতিযোগীর সম্ভাব্য তালিকা হিসেবে। যার মধ্যে রয়েছে টলিউডের অভিনেত্রী নুসরত জাহানের নামও। আর তাই এবারের বিগ বস নিয়ে বেশ উৎসাহী বাংলার দর্শক। পছন্দের অভিনেত্রী-সাংসদকে ২৪ ঘণ্টা ক্যামেরার সামনে দেখার সুযোগ কে বা ছাড়তে চায়।