বাংলা নিউজ > বায়োস্কোপ > অক্সিজেন সাপোর্টে করোনা আক্রান্ত অনামিকা সাহা, ভর্তি এম আর বাঙুর হাসপাতালে

অক্সিজেন সাপোর্টে করোনা আক্রান্ত অনামিকা সাহা, ভর্তি এম আর বাঙুর হাসপাতালে

কোভিড পজিটিভ অনামিকা সাহা

গত এক সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি অনামিকা সাহা। পরিস্থিতি বিগড়ালো বর্ষীয়ান অভিনেত্রীর।

দিন কয়েক আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা। নানান শারীরিক জটিলতার জেরে হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। পরে জানা যায় তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই আপডেট দিয়েছিলেন অভিনেত্রী। আকাশ আট-এর ধারাবাহিক হয়তো তোমারই জন্য-তে সম্প্রতি অভিনয় করতে দেখা যাচ্ছিল অনামিকা সাহাকে। এই সিরিয়ালের অপর সদস্য চৈতি ঘোষালও করোনা সংক্রমণের গ্রাসে। 

গত কয়েকদিন ধরেই এম আর বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান শিল্পী, তবে সম্প্রতি তাঁর পরিস্থিতি সামন্য বিগড়ে যায়। শরীরে অক্সিজেন লেবেল মারাত্মক কমে যাওয়ায় অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। 

বিধানসভা ভোটে শাসকদলের হয়ে প্রচারেও অংশ নিতে দেখা গিয়েছিল অনামিকা সাহাকে। মদন মিত্র থেকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারেও অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। 

ভোট প্রচারের ফাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে (ছবি-ফেসবুক)
ভোট প্রচারের ফাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে (ছবি-ফেসবুক)

‘হয়তো তোমার‌ই জন্য’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবার পাশাপাশি জি বাংলার সদ্য শেষ হওয়া ‘আলো ছায়া’ ধারাবাহিকেও ঠাকুমার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অনামিকা সাহাকে। 

নব্বইয়ের দশকে এবং নতুন শতাব্দীর শুরুতেও কমার্শিয়াল বাংলা ছবির অবিচ্ছেদ্য অংশ অনামিকা সাহা। একাধিক হিট ছবিতে জাঁদরেল শাশুড়ি অথবা মায়ের ভূমিকায় অভিনয়ের জেরে আজও তাঁকে মনে রেখেছে দর্শক। মূলত বাংলা ছবির 'লেডি ডন' হিসাবে পরিচিত তিনি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ঘাতক এর-মতো ছবিতে তাঁর অভিনয় সত্যি দাগ কাটে। 

বন্ধ করুন