ক্রু ছবিটি মুক্তি পেয়েছে মার্চ মাসের একদম শেষে। মাত্র এক সপ্তাহে এই মহিলাকেন্দ্রিক ছবিটি বক্স অফিসে প্রায় পঞ্চাশ কোটি টাকা আয় করে ফেলেছে। সপ্তমদিনে ৩ কোটি টাকা ঘরে তুলল এটি। ফলে এখন মোট আয় গিয়ে দাঁড়াল কত কোটিতে?
ক্রু ছবিটির বক্স অফিস কালেকশন
করিনা কাপুরz কৃতি শ্যানন এবং টাবু অভিনীত ক্রু ছবিটি ২৯ মার্চ মুক্তি পেয়েছে। আর মুক্তি পাওয়ার পর থেকেই এটি বক্স অফিসে বেজায় দাপট দেখাচ্ছে। গাঙ্গুবাই কাঠিয়াওয়াডির পর এই প্রথম কোনও মহিলাকেন্দ্রিক ছবি আবারও বক্স অফিসে এতটা ভালো ফল করছে। সাত দিনে ক্রু ভারতীয় বক্স অফিসে মোট ৪৩ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে।
আরও পড়ুন: ব্লকবাস্টার অ্যানিম্যাল-ডাঙ্কির রেকর্ড ভাঙল ফাইটার! উচ্ছ্বসিত হৃতিক আবেগে ভেসে লিখলেন কী?
ক্রু ছবিটি মুক্তির প্রথম দিন অর্থাৎ ২৯ মার্চ বক্স অফিসে ৯.২৫ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন এই আয়ের পরিমাণ সামান্যই বেড়ে হয় ৯ কোটি ৭৫ লাখ টাকা। তৃতীয় দিন অর্থাৎ রবিবার সেই আয়ের পরিমাণ আরও খানিক বেড়ে হয় ১০.৫ কোটি টাকা।
তবে সোমবার আসতেই কমে আয়ের পরিমাণ। সোমবার এটি ৪.২ কোটি টাকা আয় করে। মঙ্গলবার সেটা কমে দাঁড়ায় ৩ কোটি ৭৫ লাখ টাকার। বুধবার ক্রু বক্স অফিসে ৩ কোটি ৩০ লাখ টাকা আয় করেছে। বৃহস্পতিবার ৩ কোটি টাকা আয় করেছে এই ছবি। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৭৫ লাখ টাকায়।
আরও পড়ুন: 'তুই কি ডাকাত?' স্বস্তিকার আকাশছোঁয়া ফিজ নিয়ে ঘোরতর আপত্তি ছিল সন্তুর! ধমক দিয়ে বলেছিলেন কী কী?
আরও পড়ুন: অতিরিক্ত চর্চার জেরে ক্ষুব্ধ শোভনের সহবাস-সঙ্গী, বিরক্ত বৈশাখী বললেন, 'প্রাইভেসি রাখতে জানি না...'
ক্রু প্রসঙ্গে
ক্রু ছবিটির পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। ছবিটির প্রযোজনা করেছেন অনিল কাপুর, একতা কাপুর, রিয়া কাপুর এবং শোভা কাপুর। এই ছবিতে গুরত্বপূর্ণ ভূমিকায় আছেন করিনা কাপুর, কৃতি শ্যানন, টাবু, দিলজিৎ দোসাঁঝ, শাশ্বত চট্টোপাধ্যায়, প্রমুখকে।