স্বস্তিকা মুখোপাধ্যায় কেবল তাঁর অভিনয় দিয়ে নয়, তাঁর সাজ, তাঁর খোলামেলা মনোভাব এবং অবশ্যই যা ভাবেন সেটা স্পষ্ট করে বলে দেওয়ার জন্য ভক্তদের নজর কেড়েছেন বারবার। কিছুদিন আগেই যখন মমতা শঙ্করের করা শাড়ি বিতর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেল তখনও অভিনেত্রী চুপ করে থাকেননি। বরং প্রতিবাদ করেছেন। এবার তিনি তাঁর বাবাকে নিয়ে কী বললেন?
সন্তু মুখোপাধ্যায়কে নিয়ে কী জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়?
স্বস্তিকা মুখোপাধ্যায় বিখ্যাত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে যে সে কথা সকলেরই জানা। তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে একবার তবে বাবাকে নিয়ে একটি মজার স্মৃতিচারণ করেছিলেন। সেটাই সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে অভিনেত্রীকে বলতে শোনা যাচ্ছে যে তাঁর বিপুল ফিজ নিয়ে আপত্তি ছিল তাঁর বাবার।
আরও পড়ুন: ব্লকবাস্টার অ্যানিম্যাল - ডাঙ্কির রেকর্ড ভাঙল ফাইটার! উচ্ছ্বসিত হৃতিক আবেগে ভেসে লিখলেন কী?
আরও পড়ুন: অতিরিক্ত চর্চার জেরে ক্ষুব্ধ শোভনের সহবাস - সঙ্গী, বিরক্ত বৈশাখী বললেন, 'প্রাইভেসি রাখতে জানি না...'
এদিন অভিনেত্রী বলেন, 'আমি হেঁটে হেঁটে কথা বলছি, কিছুক্ষণ পর দেখি বাবাও আমার পিছন পিছন হাঁটছে। আমার খুব বিরক্ত লাগতে থাকে। আমি কথা বলতে বলতেই বলতে থাকি কী হল যাও এখান থেকে। বা ফোন মিউট করেই বলছি কী হয়েছে পিছু পিছু হাঁটছ কেন? ঘরে গিয়ে বসো না। আমি কথা বলে আসছি। ফোন রাখার পরই আমায় সেদিন বলেছিল কী করে রে এত টাকা চাইলি? ডাকাত তুই?'
এরপর অভিনেত্রী জানান যে তিনি তাঁর বাবাকে বুঝিয়েছিলেন যে এটাই এখনকার নিয়ম, তাঁকে দেখার জন্য এটাই লোকে দিচ্ছে বা দেবে। এটাই আমার ফিজ। স্বস্তিকার কথায়, 'বাবা তাও বলেছিল ডাকাতি করছিস তুই। তোর মুখ দেখার জন্য এক ঘণ্টায় এত টাকা দেবে কেন তোকে? আমি বলেছিলাম যে দেবে এই টাকা। আমার মুখ এক ঘণ্টা দেখার জন্যই দেবে। বাবার বক্তব্য ছিল কেন দেবে এই টাকাটা তোকে। তুই কে যে এই টাকাটা দেবে? এত মধ্যবিত্ত ভাবে বড় হয়েছি যে এখন লোক দেখানো ব্যাপারটাই খুব অগভীর লাগে।'
কে কী বলছে?
এক ব্যক্তি এই ভাইরাল ভিডিয়োতে লেখেন, 'মমতা শঙ্কর ভুল কিছু বলেনি।' আরেকজন লেখেন, 'মমতা শঙ্করের সত্য কথা গায়ে লাগার কারণ আছে রে ভাই।' তৃতীয় ব্যক্তির মতে, 'স্বস্তিকাদিকে আমার খুব ভালো লাগে। ওঁর অভিনয় দারুন লাগে। আর দেখতে তো বরাবরই তথাকথিত বাঙালি অভিনেত্রীদের থেকে একটু আলাদা। কথাবার্তাও ভীষণ বুদ্ধিদীপ্ত।'
আরও পড়ুন: 'ওর ডেডবডি দেখে এসেছি...' জীবিত শরিফুল আদতে মৃত পরীমনির কাছে! কেন এমন বললেন বাংলাদেশি অভিনেত্রী?
স্বস্তিকা মুখোপাধ্যায়ের আগামী প্রজেক্ট
স্বস্তিকা এখন টলিউডের পাশাপাশি বলিউডেও দাপিয়ে কাজ করছেন। তাঁকে আগামীতে লাভ সেক্স অউর ধোঁকা ২ ছবিতে দেখা যাবে। সম্প্রতি সেই ছবির টিজার প্রকাশ্যে এসেছে।