নববর্ষের প্রাক্কালে জমে যাবে দাদাগিরি। রবিবার নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে তৈরি বাঙালি। মেয়ে সানা আসছে লন্ডন থেকে, এবার পয়লা বৈশাখ খুব স্পেশ্যাল দাদার কাছেও। তার আগে দাদাগিরির মঞ্চে গানে গানে নতুন বছরকে স্বাগত জানাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই মিউজিক্যাল এপিসোডে দাদার সঙ্গ দেবেন শুভমিতা, জয়তি চক্রবর্তী, শ্রীকান্ত আচার্যরা। এঁদের পাশাপাশি থাকছেন সুদীপ্তা চক্রবর্তী এবং সাহেব চট্টোপাধ্যায়। ভোটের বাজারেও হিট রচনা, TRP-র ম্যাচে জলসার কাছের ফের হার সৌরভের দাদাগিরির?
অভিনয়ের পাশাপাশি সাহেব সুগায়ক তা কারুর অজানা নয়। সৌরভের অন্ধভক্ত অভিনেতা। পয়লা বৈশাখ স্পেশ্যাল এপিসোডে লাল পাঞ্জাবিতে ঝলমল করলেন মহারাজ। সাহেবকে বলতে শোনা গেল, ‘আমি তো দারুণ উত্তেজিত দাদাগিরি সিজন ১০-এ এসে। কারণ যার জন্য আসা, আমাদের প্রাণের মানুষ সৌরভ গঙ্গোপাধ্যায়। তার সঙ্গে খেলার একটা আলাদাই মজা। তার সঙ্গে একটা ভয়ও আছে, কী প্রশ্ন আসবে। কী গুগলি দেবে, সেটা আমি বলতে পারব কি পারব না…’। হ্যাঁ, এই ভাবনাতেই ভয়ে কাঁটা সাহেব।
সাহেব একদিকে যখন চিন্তিত তখন মন উডু উড়ু সুদীপ্তার। জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী নিজের ফেসবুকের দেওয়ালে সৌরভের সঙ্গের একটি মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন। সেখানে সুদীপ্তার মুখে চকোলেট তুলে দিচ্ছেন দাদা। চকোলেট মুখ করানোর সেই ছবি দিয়ে গর্বিত সুদীপ্তা লেখেন, ‘বাঁধিয়ে রাখার মতো ফ্রেম’।
নেটিজেনরা মন্তব্য করতে ভোলেননি। তাঁদের কথায়, সত্যি এটা বাঁধিয়ে রাখবার মতোই ফ্রেম। সৌরভের হাতে চকোলেট খাওয়ার সৌভাগ্য কজনের হয়। শুভমিতা এর আগেও দাদাগিরির মঞ্চে এসেছন এবং বিজয়ীর ট্রফিও ঘরে নিয়ে গিয়েছেন। কিন্তু তাতেও চাপা উত্তেজনা ও টেনশনে রয়েছেন গায়িকা। ‘দেখেছো কি তাকে’ গায়িকা জানান, সৌরভের সাক্ষাৎ পাওয়ার সুযোগ দাদাগিরি নিয়ে বাড়তি উন্মাদনার কারণ।
টিআরপি তালিকায় এই সপ্তাহে দাদাকে টপকে এগিয়ে রয়েছেন রচনা। এইবারেও মাত্র ৪.৫ নম্বরেই আটকে গেলেন মহারাজ। গত সপ্তাহেও এই নম্বরেই আটকে ছিল দাদাগিরি। যার জেরে চিন্তার ভাঁজ নির্মাতাদের কপালে। যদিও জলসার ফিকশন শো-কে উনিশ-বিশের ব্যাবধানে হারাতে সফল হয়েছেন সৌরভ। শনিবার ও রবিবার রাত ৯.৩০টা থেকে ১১.০০টায় জলসার তিনটি শো-এর গড় টিআরপি রেটিং ৪.৪। এই মুহূর্তে আইপিএল নিয়ে ব্যস্ত মহারাজ। দিল্লি ক্যাপিট্যালসের অংশ তিনি। তবে সে-সব সামলেও দাদাগিরির শ্যুটিং সারছেন নিয়ম করে।