সদ্যই বিয়ে হয়েছে তাঁদের। আর তারপরই একি হাল হয়েছে সৌরভের! বরের কাণ্ড ক্যামেরা বন্দি করে সেই অবস্থাই এদিন তুলে ধরলেন দর্শনা বণিক। কিন্তু কী করেছেন সৌরভ?
দর্শনার নতুন পোস্ট সৌরভকে নিয়ে
এদিন দর্শনা একটি নতুন ভিডিয়ো পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামের স্টোরিতে সেই ভিডিয়ো পোস্ট করে তিনি তাঁর বর সৌরভকে মেনশন করেন। সঙ্গে একটি হাসির ইমোজি দেন। অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে অভিনেত্রী শুয়ে আছেন। আর তাঁর ঠিক পাশেই বসে আছেন সৌরভ। না, কেবল বসে নেই। বউয়ের পদসেবা করছেন তিনি। ব্যাপারটা আহামরি কিছু ব্যাপার নয় যদিও, অনেকেই হয়তো এটা করে থাকেন। তবে সেই আদরের মুহূর্তটা এদিন কেন্দ্র বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী, যা দেখে মজা পেয়েছেন তাঁর ভক্তরা। অভিনেত্রী নিজেও নিছকই মদা করেই এই ভিডিয়োটি বানিয়েছেন যে সেটা স্পষ্ট। সেখানে সৌরভকে দর্শনার পা টিপে দিতে দেখা যাচ্ছে। তিনি একটি স্যান্ডো গেঞ্জি এবং শর্টস পরে কিছু একটা দেখতে দেখতে স্ত্রীর পা টিপে দিচ্ছেন।
এদিন তাঁরা একসঙ্গে ডিনারেও যান। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।
সৌরভ এবং দর্শনার বিষয়ে
২০২৩ সালের ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন সৌরভ দাস এবং দর্শনা বণিক। তাঁরা একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। প্রায় বছর খানেক চুটিয়ে প্রেম করার পর তাঁরা এদিন গাঁটছড়া বাঁধেন। দক্ষিণ কলকাতার একটি রিসোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর।
দর্শনার আগামী প্রজেক্ট
দর্শনা বণিককে আগামীতে দেবী চৌধুরানী ছবিতে দেখা যাবে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখানে নাম ভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অন্যান্য ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীর কিঞ্জল নন্দা, বিবৃতি চট্টোপাধ্যায়, প্রমুখকে দেখা যাবে।