দাদাগিরিতে সম্প্রতি খেলতে এসেছিলেন টলিউডের অতি পরিচিত মুখেরা। এদিন দাদার সঙ্গে দাদাগিরি করতে দেখা যায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সোনালি চৌধুরী, রূপাঞ্জনা মিত্র, দেবলীনা দত্ত, প্রমুখকে। সেখানেই সোনালির সঙ্গে কথা বলতে গিয়ে নস্টালজিয়ায় ভাসলেন সৌরভ।
দাদাগিরি ১০ এ সানাকে নিয়ে কী বললেন সৌরভ?
দাদাগিরি ১০ এ এদিন বিশেষ পর্বে খেলতে এসেছিলেন টলিউডের ছোট পর্দার অতি চেনা মুখ সোনালি চৌধুরী। এদিন সৌরভ প্রথমেই অভিনেত্রীর স্বামীকে নিয়ে কথা বলেন। তাঁর উদ্দেশ্যে বলেন, 'সোনালির হাসব্যান্ড ফুটবল নিয়ে ব্যস্ত।' উত্তরে অভিনেত্রী বলেন, 'হ্যাঁ ব্যস্ত। ও ফুটবল খেলত। এক্স ফুটবলার। ও গোলকিপারও ছিল দেশের জন্য। ন্যাশনাল গোলকিপার।'
আরও পড়ুন: পাঁচদিনেই পার ১২৫ কোটি! আয়ের পরিমাণ কমলেও সোমবার ঘরে কত কোটি তুলল হৃতিকের ‘ফাইটার’?
এরপর সৌরভের কথায় উঠে আসে অভিনেত্রীর ছেলের প্রসঙ্গ। দাদা এদিন সেই বিষয়ে বলেন, 'তোমারও তো ছেলে এখন বড় হচ্ছে।' সেটা শুনেই সোনালি বলেন, 'হ্যাঁ, আড়াই বছর হয়ে গেল।' এটা শুনে সৌরভ বলেন, 'আমি যখন শুনি না যে আড়াই বছর বয়স, দশ বছর বয়স তখন মনে হয় আমি কবেকার লোক। সানা হয়ে গেল ২১!' সোনালি তখন তাঁকে বলেন, 'না না ওটা ব্যাপার না কোনও।'
রাহুল তাঁদের কথার মাঝে তখন বলেন, 'ও ভীষণ ভালো কাজ করছে।' তাতে সম্মতি জানিয়ে সৌরভ বলেন, 'হ্যাঁ অনেক কিছুই করছে।' প্রসঙ্গত সানা গঙ্গোপাধ্যায় বর্তমানে লন্ডনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রিলাভ করে সেখানকার এক নামী কোম্পানিতে চাকরি করছেন। দাদাগিরিতে সৌরভের কথায় মাঝে মধ্যেই মেয়ের প্রসঙ্গ উঠে আসে। এই একই এপিসোডেই দেবলীনা দত্তও সানাকে নিয়ে প্রশ্ন করেন। সৌরভকে জিজ্ঞেস করেন মেয়ের জামাই বাছতে কোন গুগলি দিয়ে তাঁর পরীক্ষা নেবেন?
আরও পড়ুন: 'চিন্তা করবেন না' সিসিইউতে বসেই ভক্তদের উদ্দেশ্যে বার্তা কবীর সুমনের, কেমন আছেন ‘নাগরিক কবিয়াল’?
দাদাগিরি প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।