Deepika-Ranveer: রণবীরের মুখ আঁকা জ্যাকেট পরে হাজির দীপিকা, সঙ্গে খোদ ‘রকি’ও
Updated: 30 Jul 2023, 05:27 PM ISTDeepika-Ranveer: গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। মুক্তির দুই দিনের বক্স অফিসে কালেকশন ইতিমধ্যে সামনে এসেছে। এদিকে, রণবীর সিংয়ের বাস্তব জীবনের রানি দীপিকা পাড়ুকোনকে সম্প্রতি PVR-এর বাইরে দেখা গিয়েছে। এই সময় দীপিকাকে রণবীরের ছবির প্রচার করতে দেখা যায় অন্যভাবে।
পরবর্তী ফটো গ্যালারি