বাংলা নিউজ > বায়োস্কোপ > Deepika Padukone-Mukesh Ambani: শাশুড়ি মায়ের সামনেই দীর্ঘক্ষণ মুকেশ আম্বানিকে জড়িয়ে থাকলেন দীপিকা! ভাইরাল ভিডিও

Deepika Padukone-Mukesh Ambani: শাশুড়ি মায়ের সামনেই দীর্ঘক্ষণ মুকেশ আম্বানিকে জড়িয়ে থাকলেন দীপিকা! ভাইরাল ভিডিও

দীপিকা-মুকেশ আম্বানি

কেউ লিখেছেন, ‘বড় লোকেদের বড়লোকই পছন্দ।’ কারোর কথায়, ‘পয়সা কথা বলে, মুকেশ আম্বানি সাধারণ হলে কি আর দীপিকা জড়িয়ে ধরত!’ কারোর মন্তব্য 'তারকারাও পয়সার আগে মাথা নত করে, পয়সা থাকলে ও আমাকে জড়িয়ে ধরত!', কারোর মন্তব্য, ‘দীপিকাতো দেখি ছাড়তেই চায় না। সামনে যে শাশুড়ি!’

খোলা পিঠ, পরেছিলেন সাদা রঙের গর্জার একটা শাড়ি। সঙ্গে পরেছিলেন ব্যকলেস হল্টার নেক ব্লাউজ। মাথার চুল টপনট করে বাঁধা। মণীশ মালহোত্রার ফ্যাশান শোয়ে এভাবেই সেজেছিলেন দীপিকা পাড়ুকোন। শো শেষে মুকেশ আম্বানিকে দেখেই এগিয়ে এলেন দিপ্পি। জড়িয়ে ধরলেন দীর্ঘক্ষণ। তারপর হাত ধরে আরও বেশকিছুক্ষণ চলল দুজের কথা। দীপিকার পাশে তখন দাঁড়িয়ে তাঁর শাশুড়ি মা অঞ্জু ভবনানি।

সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে মুকেশ আম্বানির সঙ্গে দীপিকার উষ্ণ আলিঙ্গনের এই ভিডিয়ো। দীপিকা যখন মুকেশ আম্বানিকে জড়িয়ে ধরে কথা বলছেন, তখন তাঁর পাশে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছেন শাশুড়ি মা অঞ্জু ভবনানিকে। যিনি কিনা আবার কালো গর্জাস শাড়িতে সেজেছিলেন। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই ভিডিয়োতে নানান মন্তব্য উঠে এসেছে। কেউ লিখেছেন, ‘বড় লোকেদের বড়লোকই পছন্দ।’ কারোর কথায়, ‘পয়সা কথা বলে, মুকেশ আম্বানি সাধারণ হলে কি আর দীপিকা জড়িয়ে ধরত!’ কারোর মন্তব্য 'তারকারাও পয়সার আগে মাথা নত করে, পয়সা থাকলে ও আমাকে জড়িয়ে ধরত!', কারোর মন্তব্য, ‘দীপিকাতো দেখি ছাড়তেই চায় না। সামনে যে শাশুড়ি!’

আরও পড়ুন-উচ্চাকাঙ্খা! ঋজুর সঙ্গে প্রেম, সাফল্যের লোভে তাঁকেই পায়ে ঠেলেন, বিপথে পা তুহিনার! পরিণতি কী?

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত মণীশ মালহোত্রার ফ্যাশান শোয়ে শোস্টপার ছিলেন রণবীর সিং-আলিয়া ভাট। এদিন র‍্যাম্প শোয়ের এক্কেবারে সামনের সারিকে বসতে দেখা যায় মুকেশ আম্বানি ও ইশা আম্বানিকে। এদিন র‍্যাম্প শো চলাকালীন রণবীরও এসে মুকেশ আম্বানি ও তাঁর তাঁর মেয়ে ইশা আম্বানির সঙ্গে কথা বলেন। আবার কখনও দর্শকাসনে দীপিকাকে দেখে চুমু মায়ের সামনেই বউকে চুমু খান, মাকেও প্রণাম করেন, পাশে বসে থাকা করণ জোহরের গালেও চুমু খান। তবে রণবীর যখন মুকেশ ও ইশার সঙ্গে কথা বলছিলেন, তখন কোকিলাবেন আম্বানি রণবীরকে দেখে হাতজোড়, রণবীর তা না খেয়াল করেই চলে যান। আর তাতে বহু নেটনাগরিকের মনে হয়েছে রণবীর তাঁকে এড়িয়ে গিয়েছেন। 

আরও পড়ুন-শার্ট পরে গামছা কাঁধে, ঠোঁটের উপর গোঁফ আর গালে আঁচিল, ছদ্মবেশে কে এই অভিনেত্রী?

আরও পড়ুন-‘বড় ভুল করে ফেলেছিলাম, চাই না আজকালকার ছেলেরা এটা করুক’, বড় স্বীকারোক্তি করণের

এদিকে খুব শীঘ্রই রণবীর সিংকে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। অন্যদিকে দীপিকাকে দেখা যবে 'জওয়ান' ফাইটার এবং 'প্রজেক্ট কে'র মতো ছবিতে। 

বায়োস্কোপ খবর

Latest News

বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার তিলোত্তমার ন্যায়বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের 'পথে এবার নামো সাথী' গানে রাস্তাতে নাচলেন শ্রীলেখা, লিখলেন, ‘জানি মোটা লাগছে…' সপ্তমীর দুপুর জমে যাক চিংড়ি পোস্তর সাথে, রাঁধবেন কীভাবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.