টলিউডে দেখতে দেখতে ১৮ বছর কাটিয়ে ফেললেন। অভিনেতা হিসেবে তিনি এখন পূর্ণবয়স্ক। আর সেই উপলক্ষ্যে তিনি কিছুদিন আগেই একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছিলেন, 'সবাইকে হ্যালো। আজ আমি পূর্ণবয়স্ক হলাম। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৮ বছর পূর্ণ হল। এতগুলো বছর ধরে আমায় ভালোবাসা দেওয়ার জন্য এবং সাপোর্ট করার জন্য ধন্যবাদ।' এই ইন্ডাস্ট্রিতে ১৮ বছর কাটানোর পর এখন কী পরিকল্পনা অভিনেতা সাংসদের?
টলিউডে ১৮ বছর পার, এই সফর নিয়ে কী বললেন দেব?
ক্যালকাটা টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, 'জীবনে বড় হতে চাইলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। একটা সময় ছিল যখন আমি লাগাতার রিমেক ছবিতে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এখন আমি খালি অরিজিন্যাল স্ক্রিপ্টের উপরেই কাজ করি। প্রথম দিকে এই ছবিগুলো বক্স অফিসে তেমন ভালো চলত না। ফলে অনেক পরিশ্রম করতে হয়েছে। একভাবে চেষ্টা করে যাওয়াটাই আসল। মানুষের কাছে প্রাসঙ্গিক থাকাটাই সব।'
আরও পড়ুন: ২০২৪ -এই বিয়ের পিঁড়িতে বসছেন অভিষেক - সুরভি? পরিকল্পনা ফাঁস করে কী বললেন 'ফুলকি'র রোহিত?
তিনি একই সঙ্গে এই বিষয়ে জানান, 'আমি জানি লুকস হোক বা গুণ সব ক্ষেত্রেই আমার থেকে অনেকেই দক্ষ আছেন। তবুও এতগুলো বছরে আমি যে এতদূর আসতে পেরেছি এটাই অনেক। অনেকেই ভেবেছিল আমি রাজনীতিতে যোগ দেওয়ার পর আমার কেরিয়ার শেষ হয়ে গেল। কিন্তু ঈশ্বরের কৃপায় সেটা হয়নি।' নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন, 'আমি বুঝেছি আমি অনেক কিছুই করতে পারতাম কেরিয়ার তৈরির করার সময়। কিন্তু যা হয়নি সেটা নিয়ে আফসোস নেই। আমি মনে করি কোনওটাই খারাপ অভিজ্ঞতা নয়। সব অভিজ্ঞতাই কোনও না কোনও ভাবে কাজে লাগে।'
এখন কোন ধরনের কাজ করতে চান দেব?
এই বিষয়ে অভিনেতা জানান, 'এখন দর্শকদের পছন্দ সম্পূর্ণ ভাবে বদলে গিয়েছে। টনিক, প্রধান, বাঘা যতীন, ইত্যাদি দর্শকদের থেকে প্রশংসা পাচ্ছে। ভালো ব্যবসা করছে। এগুলো যদি না চলত তাহলে আমি আবার হয়তো বাণিজ্যিক মশলাদার ছবি করতাম। প্রধান যখন মুক্তি পেল তখন নামী অভিনেতার হিন্দি ছবি এসেছিল। তবুও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে ছবি। আমার কাছে তাই এখন বিষয় আর কনটেন্টটাই আসল।'
আগামীতে কোন কোন প্রজেক্টে দেখা যাবে দেবকে?
দেব তাঁর আগামী কাজ সম্পর্কে বলেন, 'দর্শকদের যাতে বিনোদন দেওয়া যায় আমরা সেই ধরনের কাজ করার চেষ্টা করছি। ওঁরা এখন হয় মিল আছে জীবনের সঙ্গে এমন কাজ নইলে লার্জার দ্যান লাইফ কাজ দেখতে চাইছেন। তাই আমি আমার সেরাটা দিয়ে টেক্কা, খাদান সহ অন্যান্য কাজ করতে চাইছি। এছাড়া আমি কমল দার (কমলেশ্বর মুখোপাধ্যায়) থেকে চাঁদের পাহাড়ের সিক্যুয়েলের খসরা শুনেছি। এমনকি ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের রঘু ডাকাত নিয়েও কাজ চলছে। দুটো ছবিতেই লার্জার দ্যান লাইফ ক্যানভাস আছে। আশা করব দর্শকরা এই ছবি দুটো শীঘ্রই দেখতে পারবেন।'