বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev-Bagha Jatin: ‘তুমি জানো আমরা…!’, বাঘা যতীন পরিচালকের ক্যানসার, মনোবল বাড়াতে পোস্ট দেবের

Dev-Bagha Jatin: ‘তুমি জানো আমরা…!’, বাঘা যতীন পরিচালকের ক্যানসার, মনোবল বাড়াতে পোস্ট দেবের

বাঘা যতীন পরিচালক অরুণকে নিয়ে মন ছুঁয়ে যাওয়ার বার্তা দেবের। 

পুজোতে বক্স অফিসে রাজত্ব করতে আসছে দেবের বাঘা যতীন। যদিও এসবের মাঝে একটা ছোট্ট চিন্তার খবর হল ছবির পরিচালক অরুণের ক্যানসার আক্রান্ত হওয়া। সোশ্যালে পোস্ট করে দ্রুত আরোগ্য কামনা করলেন দেব। সঙ্গে বিশেষ বার্তা। 

কদিন আগেই খবর এসেছিল ক্যানসারে আক্রান্ত দেবের ‘বাঘা যতীন’ ছবির পরিচালক অরুণ রায়। এবার অরুণের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেতা দিলেন পাশে থাকার বার্তা। একের পর এক কাজ এখন দেবের হাতে। হলে চলছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। তিনি নিজে রয়েছেন উত্তরবঙ্গে। করছেন ছোট পর্দার নায়িকা সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে জুটি বেঁধে প্রধান সিনেমার শ্যুট। এসবেরই মধ্যে বাঘাযতীন ছবির টিজারও এসছে প্রকাশ্যে।

শনিবারই প্রকাশ্যে এসেছে বাঘা যতীন-এর টিজার। স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের গল্প নিয়ে দুর্গা পুজোর সময় বড় পর্দায় আসছেন দেব। পরিচালনার দায়িত্ব সামলেছেন অরুণ রায়। এর আগে অরুণকে দেখা গিয়েছিল বিনয়, বাদল ও দীনেশকে নিয়ে ছবি বানাতে।

শনিবার মুক্তি পাওয়া টিজারে দেব থুরি বাঘা যতীনের মুখে শোনা গেল সংলাপ ‘আমি ভারতীয়, এটাই আমার একমাত্র পরিচয়’। দেখা মিলল যতীন্দ্রনাথের স্ত্রী ইন্দুবালার। যে চরিত্রে অভিনয় করেছেন নবাগতা সৃজা দত্ত। বেশ মনে ধরেছে নেটিজেনদের এই টিজার। আরও পড়ুন: রান্নাঘরের টমেটো দিয়ে পুজোর আগে বাড়ি বসে করুন ফেসিয়াল, জানুন শুধু সঠিক নিয়ম

শনিবারই অরুণকে নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করলেন দেব। যাতে টিজার লঞ্চ অনুষ্ঠান থেকে বাঘাযতীন পরিচালকের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, ‘বাঘা যতীনের পিছনের আসল মানুষ। আমার বন্ধু। আমার পরিচালক। অসাধারণ প্রতিভাধর। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো অরুণদা। তুমি জানো তোমাকে আমরা কতটা ভালোবাসি।’ আরও পড়ুন: জওয়ান আসায় গদর ২-র ব্যবসা ব্যাহত! শাহরুখকে কী বার্তা দিলেন ‘সাকিনা’ আমিশা?

এর আগে অরুণ হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন কলকাতার টাটা মেডিকেল সেন্টার থেকে তাঁর চিকিৎসা চলছে। মোট ১৬টি কেমো থেরাপি নিতে হবে। বলেছিলেন, ‘অসুস্থ ভাবলেই অসুস্থ, ক্যানসার আজকাল বিরাট কোনও রোগ নয়। অন্তত আমার কাছে নয়, প্রচুর লোকের হচ্ছে, আমারও হচ্ছে। এটা নিয়ে আমি কিছু ভাবছি না, আমার চিকিৎসকরা ভাবছেন, আমি কেন ভাবতে যাব বলুন তো?’ অরুণের সব চিন্তা এখন বাঘাযতীন নিয়েই। 

২০১১ সালে ‘এগারো’ ছবির সঙ্গে টলিউডে পা রাখেন অরুণ রায় পরিচালক হিসেবে। এরপর কাজ করেছেন‘হীরালাল’, ‘৮/১২’ মতো ছবিতে। ‘চোলাই’-এর মতো ছবিতে সাম্প্রতিককালের জ্বলন্ত সমস্যা তুলে ধরেছেন। পুজোতেও হিট করবে ‘বাঘা যতীন’, আশা দর্শকদের।

প্রসঙ্গত, দেবকে বাঘা যতীনের পর দেখা যাবে প্রধান সিনেমায়। যা সব ঠিক থাকলে মুক্তি পাওয়ার কথা রয়েছে শীতের ছুটিতে, ক্রিসমাসের সময়তে। 

 

বন্ধ করুন