বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan-Gadar 2: জওয়ান আসায় গদর ২-র ব্যবসা ব্যাহত! শাহরুখকে কী বার্তা দিলেন ‘সাকিনা’ আমিশা?

Jawan-Gadar 2: জওয়ান আসায় গদর ২-র ব্যবসা ব্যাহত! শাহরুখকে কী বার্তা দিলেন ‘সাকিনা’ আমিশা?

শাহরুখকে টুইট করে কী বললেন আমিশা?

বহু বছর পর সাফল্যের মুখ দেখেছেন আমিশা পাটেল। তাঁর সিনেমা গদর ২ ৫০০ কোটির ঘরে রয়েছে বর্তমানে। তবে জওয়ান আসতেই ব্যবসায়ে ঘাটতি। শাহরুখকে টুইট করে কী বললেন পর্দার সাকিনা?

বক্স অফিসে এখন বলিউডেরই রমরমা। ১১ অগস্ট সানি দেওল ও আমিশা পাটেলের গদর ২ ইতিমধ্যেই ৫০০ কোটি ব্যবসা করে ফেলেছে ভারতীয় বাজারে। যদিও শাহরুখ খানের জওয়ান ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর তাতে খানিক বাধা পড়েছে।

তবে ‘জওয়ান’ শাহরুখকে শুভেচ্ছা জানাতে ভুললেন না ‘সাকিনা’ আমিশা। এক্সে-এ (আগের টুইটার) লিখলেন, ‘শুভেচ্ছা @iamsrk আরও একবার বক্স অফিসে গদর তৈরি করার জন্য়। তুমি ছাড়া এই ম্যাজিক আর কেই বা তৈরি করতে পারে। আমরা তোমায় ভালোবাসি।’

এমনিতে অনস্ক্রিন কখনও একসঙ্গে দেখা মেলেনি শাহরুখ খান ও আমিশা পাটেলকে। তবে কিং খানের ‘ওম শান্তি ওম’ সিনেমাতে কেমিও করেছিলেন আমিশা। 

জওয়ান নিয়ে যদিও সানি দেওলের কাছ থেকে কোনও শুভেচ্ছা আসেনি শষাহরুখের জন্য়। তবে সানি-কে গদর ২-এর জন্য ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন কিং খান। এক সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছিলেন ধর্মন্দ্র-পুত্র। সানি মিডিয়াকে জানিয়েছিলেন, ‘‘শাহরুখ খান ছবিটি দেখেছেন। আমাকে ফোন করে শুভকামনাও জানিয়েছিলেন। ওঁ খুব খুশি। আমাকে বলেছেন, ‘আমি খুব খুশি, আপনি সত্যিই এটির যোগ্য’। আমি জবাবে ধন্যবাদ বলি। ওঁর স্ত্রী গৌরী ও ছেলে আরিয়ানের সঙ্গেও ফোনে কথা বলি। তিনি তখন আমাকে বলেন, ‘আজ রাতে আমরা ছবিটা দেখতে যাচ্ছি’। ছবিটা দেখার পর তিনি মনে হয় একটা টুইটও করেছেন।’’

আসলে সানি দেওল আর শাহরুখ খানের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল দীর্ঘ সময়। যা কাটল এই গদর ২ মুক্তি পরেই। নেপথ্যে ছিল ‘ডর’ সিনেমা। যেই সিনেমার হিরো ছিলেন সানি দেওল। আর ভিলেন শাহরুখ। সেই সিনেমার পর সানি মনে করেছিলেন ভিলেন বেশি গুরুত্ব পেয়েছে ছবিতে। আর তখন থেকেই জমেছিল অভিমান। তবে শাহরুখের একটা ফোনেই তা কেটে যায়। এরপর গদর ২-এর সাকসেস পার্টিতে দুজনকে গলা জড়াজড়ি করতে দেখা যায়। একে অপরের কাঁধে হাত রেখে ছবিও তোলে।  

আপাতত জওয়ান ভারতীয় বাজারে তিন দিন মিলিয়ে আয় করেছে ২০২.৭৩ কোটিতে। যার মধ্যে হিন্দির জন্য আয় হয়েছে ১৭৭.৭৩ কোটি। ও তামিলের জন্য ১৪.৩৭ কোটি ও তেলেগুলে ১০.৬৩ কোটি। আর বিশ্বব্যপী এই আয় ৩০০ কোটির ঘর ছুঁইছুঁই। রবিবারেও রেকর্ড সংখ্যক মানুষ জওয়ান দেখবেন বলেই বিশ্বাস ফিল্ম ট্রেড অ্যানালিসিস্টদের। 

বন্ধ করুন