বাংলা নিউজ > বায়োস্কোপ > Bagha Jatin Teaser: খালি হাতে বাঘ মারবেন ‘বাঘাযতীন’ দেব, অ্যাকশনে ভরপুর টিজারে চমক অরিজিতের কন্ঠ!

Bagha Jatin Teaser: খালি হাতে বাঘ মারবেন ‘বাঘাযতীন’ দেব, অ্যাকশনে ভরপুর টিজারে চমক অরিজিতের কন্ঠ!

প্রকাশ্যে বাঘাযতীন-এর টিজার 

Bagha Jatin Teaser: বাংলায় অরিজিৎ সিং, হিন্দিতে সোনু নিগম! দেবের ছবির টিজারের চমক দুই কিংবদন্তির গলা। পুজোয় শহীদ বাঘাযতীন হিসাব পর্দায় হাজির হচ্ছেন দেব।

'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' মোটের উপর ভালো ব্যবসা করেছে, তবে ‘প্রজাপতি’র সাফল্য রিপিট করতে পারেনি। এবার ‘ব্যোমকেশ’-এর ভোলবদল, ‘বাঘাযতীন’ হয়ে ফিরছেন দেব। এবার পুজোয় রুপোলি পর্দায় দেব নিয়ে আসছেন- স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের সংগ্রামের গল্প। এর আগে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দর্শক দেখেছেন দেবকে, ফের একবার বায়োপিকে টলিউডে প্রিয় সুপারস্টার।

অরুণ রায় পরিচালিত ‘বাঘাযতীন’-এর টিজার সামনে এল শনিবার। এর আগে বিনয়, বাদল ও দীনেশের সংগ্রাম পর্দায় তুলে ধরেছেন পরিচালক। পিরিয়ড ড্রামা তৈরিতে ওস্তাদ তিনি, ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছে বাস্তবে। তবুও এদিন ছবির টিজার লঞ্চের মঞ্চে হাজির পরিচালক, প্রধানের শ্যুটিংয়ে উত্তরবঙ্গে ব্যস্ত ছিলেন দেব। সেখান থেকে ছুটে এসেছেন কলকাতায়।

<p>টিজার লঞ্চের মঞ্চে দেব, সঙ্গে সৃজা ও সুদীপ্তা </p>

টিজার লঞ্চের মঞ্চে দেব, সঙ্গে সৃজা ও সুদীপ্তা 

‘ব্যোমকেশ’ মুক্তির আগে দেব বারংবার জানিয়েছিলেন ‘বাঘাযতীন’-এ অ্যাকশন হিরো হয়ে ফিরবেন তিনি। সেই ঝলক উঠে এল টিজার। ছবিতে দেবের নায়িকা নবাগত সৃজা দত্ত। শুরুতেই দেখা গেল ব্রিটিশ শাসনের শৃঙ্খলে আবদ্ধ ভারতের টুকরো ছবি। দেশমাতার প্রতি স্বামীর সমপর্ণ দেখে একইসঙ্গে উদ্বিগ্ন ও গর্বিত ইন্দুবালাকে (সৃজা দত্ত)। ধুতি, পাঞ্জাবি কোটে যে বঙ্গসন্তান ব্রিটিশ সম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, সেই বাঘাযতীনের মুখে মারকাটারি সংলাপও শোনা গেল টিজারে। ‘আমি ভারতীয়, এটাই আমার একমাত্র পরিচয়’, হুঙ্কার দেবের। নজরকাড়া সুদীপ্তা চক্রবর্তীর দাপুটে অভিনয়।

দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন যে বীর বিপ্লবী, সেই বাঘাযতীন হিসাবে একাধিক লুকে দেখা মিলল দেবের। কখনও মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ, বিস্ফারিত চোখে পাঞ্জাবি লুকে অচেনা দেব। কখনও সাধুবাবার বেশে। এই ছবিতে প্রায় ৯০ জন স্বাধীনতা সংগ্রামীর চরিত্র রয়েছে, ফলে ছবির কাস্টিংয়ে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে পরিচালককে। খালি হাতে বাঘ মেরেছিলেন বাঘাযতীন, ভিএফএক্স-এর মাধ্যমে ফুটে উঠবে সেই লড়াই। যার জন্য নাকি বিরাট অঙ্কের টাকা খরচ করেছেন প্রযোজক দেব। যার ঝলকও রয়েছে টিজারে, সঙ্গে বুড়িবালামের যুদ্ধের প্রস্ততি।

টিজারে যেমন অ্যাকশন রয়েছে, তেমন ইমোশনও রয়েছে। একদম শেষভাবে পরিবারের উদ্দেশে ‘বাঘাযতীন’ দেবের বার্তা- ‘ফিরে আমি আসবই, হয় স্বাধীন ভারতের নাগরিক হয়ে, নয়তো স্বাধীনতার স্বপ্ন হয়ে’। এরপর রয়েছে টিজারের মেন চমক। ‘বাঘাযতীন’-এ গান গেয়েছেন অরিজিৎ, সেই আভাস আগেই মিলেছিল এদিন শোনা গেল তাঁর কন্ঠ। টিজার শেষ হচ্ছে অরিজিতের কন্ঠে গাওয়া গান- ‘আসব ফিরে’ দিয়ে।

এদিন বাংলার পাশাপাশি মুক্তি পেয়েছে ছবির হিন্দি টিজারও। হিন্দিতে টিজারের শেষভাগে শোনা গেল সোনু নিগমের কন্ঠে ‘আয়েগা ফির লওটকে রাহি’। দেব এন্টারটেনভেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই ছবির বাংলা ভার্সন মুক্তি পাবে ১৯শে অক্টোবর, হিন্দি ভার্সন আসবে একদিন পর। 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.