‘জওয়ান’-এর সাফল্য চুটিয়ে এনজয় করছেন শাহরুখ খান। বক্স অফিসে ইতিমধ্যেই ১০০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে ‘জওয়ান’। মাত্র ৭ মাসের ব্যবধানে ২ টো ১০০০ কোটির ছবি শাহরুখের ঝুলিতে। স্বভাবতই খুশিতে ডগমগ কিং খান। এর মাঝেই রবিবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির শাহরুখ। একনাথ শিন্ডের গণপতি উৎসবে সামিল হলেন শাহরুখ। তবে ‘জওয়ান’ তারকা একা নন, এই পার্টিতে পৌঁছেছিলেন ভাইজান সলমন খান-সহ অসংখ্য বলি তারকা। হাজির ছিলেন বলিউডের 'জগ্গু দাদা' জ্যাকি শ্রফ। আরও পড়ুন-আসছে টাইগার ভার্সেস পাঠান! তার আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ির গণেশ পুজোয় একফ্রেমে শাহরুখ-সলমন
‘দেবদাস’ আর চুণী বাবু-এর এই রিইউনিয়ন দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। জ্যাকি শ্রফকে দেখেই বুকে টেনে নেন শাহরুখ। তাঁর গাল ধরে আদর করে চুমুও দেন তারকা, তারপরই জ্যাকির কানে ফিসফিস করে কিছু কথা বলতে শোনা যায় এসআরকে-কে। কী কথা হল দুজনের? তা অবশ্য গোপনই রইল! ঘন নীল কুর্তা আর সাদা সায়োলারে এদিন পাওয়া গেল শাহরুখকে। জ্যাকির পরনেও একই রঙের পোশাক। মাথায় তাঁর সিগনেচার ফেট্টি, গলায় ঝুলল নীল-সাদা স্টোল। দুই তারকার এই মহামিলন ক্যামেরা বন্দি করেন চিত্র সাংবাদিকরা।
এদিন শুধু দেবদাস আর চুনীলাল নয়, রিইউনয় হল জওয়ান আর পাঠানেরও। শাহরুখের পাশে সলমন খানকে দেখা গেল মেরুন কুর্তা এবং কালো পায়জামায়। চুল ছোটছোট করে কেটে ফেলেছেন ভাইজান। শীঘ্রই টাইগার ৩ নিয়ে হাজির হবেন সলমন। সেই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে ‘পাঠান’ শাহরুখ খানকে। তবে আসল চমক অন্যত্র। আদিত্য চোপড়া ও যশরাজ ফিল্মস শীঘ্রই নিয়ে আসছে ‘টাইগার ভার্সেস পাঠান’। যশরাজ ফিল্মসের তরফে স্পাই ইউনিভার্সের সবচেয়ে বড় চমক দর্শকদের জন্য। ছবির পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। চিত্রনাট্য শুনে দারুণ পছন্দ হয়েছে শাহরুখ-সলমনের। খবর, আপাতত চলছে প্রি-প্রোডাকশনের বিভিন্ন কাজ। আগামী বছরেই ফ্লোরে যাবে এই ছবি।
প্রসঙ্গত, রবিবার সন্ধেয় শাহরুখ খান গণপতি দর্শনের জন্য টি-সিরিজের অফিসেও যান। তার সঙ্গে তার ম্যানেজার পূজা দাদলানিও ছিলেন। পূজা সেখানে গণেশের আরতিও করেন। এর আগে মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজাতে দর্শন করতে দেখা গিয়েছিল শাহরুখ খান, আব্রাম ও পূজাকে। পাঠান ও জওয়ানের সাফল্যের পরেও থেমে নেই শাহরুখ। চলতি বছরই ‘ডাঙ্কি’ নিয়ে বক্স অফিস কাঁপাতে তৈরি তিনি। ডিসেম্বরে মুক্তি পাবে রাজ কুমার হিরানির এই ছবি।