রেণুকা সাহানির সঙ্গে ফ্যান গার্ল মুহূর্তের টুকরো ছবি শেয়ার করলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবির ‘লো চালি ম্যায়’ গানে নাচতে দেখা গিয়েছে দেবলীনাকে। ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল ওই ছবি। গানে কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর। এই গানের দৃশ্যে দেখা গিয়েছিল রেণুকা সাহানি, মাধুরী দীক্ষিত এবং সলমন খানকে।
সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন দেবলীনা। তাঁকে ‘লো চালি ম্যায়’ গানে রেণুকা সাহানির সঙ্গে নাচতে দেখা গিয়েছে। ফার্স্ট সেকেন্ড চান্সে রেণুকার পাশাপাশি দেখা যাবে দেবলীনাকে। তিনি যে রেণুকার ভক্ত সেকথাও প্রকাশ করেছেন ‘গোপী বহু’। নেটিজেন তাঁদের ভিডিয়ো দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আরও পড়ুন: অভিনেত্রী মাহিয়া মাহির বাড়িতে অশরীরীর আনাগোনা! পোস্ট ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি
লক্ষ্মী আইয়ার পরিচালিত ‘ফার্স্ট সেকেন্ড চান্স’। এই ছবি দিয়ে ফিল্মে অভিষেক হচ্ছে দেবলীনার। ছবিটিতে তিনি বৈদেহী নামের একটি চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে রেণুকা একই চরিত্রের একটি পুরানো সময়টায় অভিনয় করবেন। সিনেমাটিতে একটি দম্পতির সম্পর্কের অতীত এবং বর্তমান দিকগুলি তুলে ধরবে। গত সপ্তাহে মুক্তি পেয়েছে ছবিটির টিজার। ৫ জুন ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি।