বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। প্রায়শই ভক্তদের সঙ্গে টুইটারে এবং ইনস্টাগ্রামে কথোপকথন করেন, জীবনের নানা স্মৃতি ভাগ করে নেন। বৃহস্পতিকার সকালে রাজ কাপুরের জন্মবার্ষিকী উপলক্ষে কিংবদন্তী অভিনেতাকে স্মরণ করে একটি পোস্ট করেছেন ধরমজি। ব্যক্তিগত অ্যালবাম থেকে সাদা-কালো একটি ছবি শেয়ার করেছেন।
সাদা-কালো ছবিতে ধর্মেন্দ্রর হাত ধরে বসে থাকতে দেখা গিয়েছে রাজ কাপুরকে। বিশেষ দিনে ছবি শেয়ার করে প্রবীণ অভিনেতা লেখেন, ‘শুভ জন্মদিন রাজ সাহেব…। আমরা তোমাকে মিস করি। আপনাকে ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ’। আরও পড়ুন: 'এখন হ্যাশট্যাগ নিয়ে বয়কটের লোকজন কোথায়’, পুরনো ট্রেন্ডকে তুলোধনা সুনীলের
বছরটা ভালোই কাটছে দেওলদের। বক্স অফিসে পর পর সাফল্য। সানি দেওল ও ববি দেওলের কেরিয়ার যেন নতুন ভাবে শুরু হল এই বছরে। পাশপাশি ধর্মেন্দ্র নিজেও ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির জন্য চর্চায় ছিলেন একটা লম্বা সময়। শেষবার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয় করেছে প্রবীণ অভিনেতা। এ দিন তাঁর দুই ছেলে সানির ‘গদর ২’ এবং ববির ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে সুপার হিট।
৮ ডিসেম্বর ৮৮-তে পা দিলেন ধর্মেন্দ্র। ‘ধর্মেন্দ্র এক আনমোল রতন ইন্টারন্যাশনাল ফ্যান ক্লাব’-এর তরফে এদিন বিশাল একখানা ৭ স্তরের কেক পৌঁছে গিয়েছিল অভিনেতার বাড়িতে। জন্মদিনে বাবার পাশে ছিলেন তাঁর বড় ছেলে সানি দেওল। কেক কাটার সময় ধর্মেন্দ্রর পাশে দেখা যায় সানিকে। হেমা মালিনী ও ধর্মেন্দ্রর দুই কন্যা এষা ও অহনাও জন্মদিনে তাঁদের বাবাকে ভালোবাসা জানিয়ে পোস্ট করেছেন।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে ধর্মেন্দ্র ১৯৫৪ সালে প্রকাশ কৌরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের ৪ সন্তান রয়েছে — সানি, ববি, বিজেতা ও অজিতা দেওল। তবে এই বিয়ের অনেক বছর পর, ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ে করেন। তাঁদের দুই মেয়ে হলেন এষা ও অহনা দেওল।
পরবর্তীতে, ধর্মেন্দ্রকে দেখা যাবে শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিশ’ ছবিতে। অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দাও এই ছবিতে অভিনয় করবেন।