সঙ্গী বছর ১৭-র মেয়ে ইদা আলি। কলকাতায় হাজির বলিউডের খ্যাতনামা পরিচালক ইমতিয়াজ আলি। ব্যাপার কী? হঠাৎ কলকাতায় কেন হাজির হয়েছেন পরিচালক ইমতিয়াজ? নাহ, কারণটা অবশ্য জানা যায়নি। তবে পরিচালকের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, পরিচালক এই মুহূর্তে কলকাতায়।
ইমতিয়াজ আলি-র ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে, তিলোত্তমার রাস্তার ধারে একটা ছোট্ট দোকান থেকে চা এবং কচুরি-ঘুঘনি খাচ্ছেন পরিচালক। দোকানের সরু কাঠের বেঞ্চে বসেই কচুরি খেতে দেখা গিয়েছে পরিচালক কন্যাকে। মাটির ভাড়ে করে চা খেতেও দেখা গিয়েছে তাঁদেরকে। তারকা নয়, বলিউডের খ্যাতনামা পরিচালকের আম আদমি সুলভ আচরণে মুগ্ধ দোকান মালিকরাও। ছবি গুলি পোস্ট করে পরিচালক ইমতিয়াজ আলি লিখেছেন, ‘খাওয়া দাওয়ার জন্য কলকাতায় সেরা জায়গাগুলি এমনই দেখতে, পুরী, আলু, আর দুটো চা মাত্র ৫৪ টাকায়’।
ইমতিয়াজ আলির এমন নমনীয় ব্যবহারে মুদ্ধ নেটপাড়া। কেউ লিখেছেন, ‘কলকাতায় আপনাকে স্বাগত’, কারোর মন্তব্য, ‘ভালো কচুরি খেতে হলে বাগবাজারে আসুন।’ কারোর কথায়, ‘তারকা হয়েও কত সাধারণ’। কেউ আবার জায়গার নাম জানতে চেয়েছেন। এমনই নানান মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে।
প্রসঙ্গত, পরিচালক কন্যা ইদা হলেন, ইমিতিয়াজ আলি এবং প্রীতি আলির মেয়ে। প্রসঙ্গত, কেরিয়ারের শুরুর দিকে টেলিভিশন শোয়ের পরিচালক হিসাবে কাজ করার সময়ই প্রীতির সঙ্গে পরিচালকের প্রেম। ১৯৯৫-এ তাঁরা বিয়ে করেন। তবে ২০১২ সালে প্রীতি আলির সঙ্গে আইনি বিচ্ছেদ হয়ে যায় পরিচালক ইমতিয়াজ আলির। মাঝে তারকা সারা টডের সঙ্গে পরিচালকের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে পরে জানা যায়, আবারও প্রাক্তন স্ত্রী প্রীতির কাছেই ফিরে গিয়েছেন ইমতিয়াজ এবং তাঁরা একসঙ্গেই থাকছেন। আর এক্ষেত্রে একমাত্র মেয়ে ইদা-ই নাকি অনুঘটকের কাজ করেছেন। জানা যাচ্ছে, করোনা পরিস্থিতি, লকডাউনের সময়ই ফের কাছাকাছি এসেছেন ইমতিয়াজ আলি এবং প্রীতি আলি। ২০২০ থেকে ফের তাঁরা একসঙ্গেই থাকছেন।